আজ ২ ফেব্রুয়ারি, রবিবার তিথি ও 😼প্রথা মেনে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে চলছে বাগদেবীর আরাধনা। স্কুল-কলেজ থেকে নানান শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন বাড়িতেও আয়োজিত হয়েছে সরস্বতী পুজো। তবে অনেকেই হয়ত জানেন 🌠না এবার এই পুজোর বেশকিছুটা সময় আগেই এই বাংলায় এসে নিয়ম ও প্রথা মেনে সরস্বতী পুজো উদযাপন করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার। নিশ্চয় জানতে চাইবেন কেন?
পুজোর আগেই রীতি মেনে সরস্বতী আরাধনার মূল কারণ উইনডোজ প্রোডাকশনের ছবি 'আমার বস'। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও রাখি গুলজার। গরমের ছুটিতে মুক্তি পাবে এই ছবি। যদিও ছবির শ্যুটিং হয়ে গিয়েছে গত বছরই। এই ছবিতেও রয়েছে অফিস পাড়ায় সরস্বতী পুজোর একটি দৃশ্য। যেখানে দেখা যাবে রাখি গুলজার সহ অন্যান্যরা ঠাকুর এনে পুজো আয়োজন করছেন। ছবিতে সরস্বতী পুজোর দিনের একটি গানও রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও সেই গানটি এখনও প্রযোজনা স😼ংস্থার তরফে সামনে আনা হয়নি। গানটি পরে মুক্তি পাবে বলেই জানা যাচ্ছে।
প্রযোজনা সংস্থার তরফে এক ঘনিষ্ঠ সূত্রে খবর, 'আমার বস'-এ সরস্বতী পুজোর দৃশ্যায়নের কথা জেনেই ভীষণই সিরিয়াস হয়ে গিয়েছিলেন রাখি গুলজার। নিয়ম মেনে নিষ্ঠা সহকারেই পুজো ক😼রেছিলেন তিনি। সাফ জানিয়ে দিয়েছিলেন, ঠাকুর যখন আনা হয়েছে, তখন নিয়ম মেনেই পুজো করতে হবে, অঞ্জলি দিতে হবে, আবার খিচুড়ি ভোগও হবে। আর শ্যুটিং সেটে এই পুজোর জন্য সেদিন নিজে হাতে খিচুড়ি ভোগ রান্না করে কিংবদন্তি অভিনেত🐎্রী। আবার নিজের হাতে পরিবেশনও করে ভোগ খাওয়ান সকলকে।
আরও পড়ুন-'উনি নিজেই তো সরস্বতী', তাঁক🎉ে ঈশ্বরের সঙ্গে তুলনা😼, কী বলছেন আশা ভোঁসলে?
আরও পড়ুন-৯ বছরের প্রেমিককে🌊 ঠকিয়ে তাহসানকে বিয়ে করেছেন রোজা? চর্চায় প্র🃏াক্তনের ফেসবুক পোস্ট




এখানেই শেষ নয়, জানা যাচ্ছে, সারাদিন পুজোর কাজকর্ম শ✱েষে, রাতে পুজো উপলক্ষ্যে ছবিতে থাকা একটা নাচ-গানের দৃশ্যে সকলের সঙ্গে পা মিলি🧔য়ে নাচতেও দেখা যায় রাখি গুলজারকে।

প্রসঙ্গত, দীর্ঘ ২১ বছর বিরতির পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। তাই এই ছবি নিয়ে সিনেপ্রেমী বাঙালির মধ্যে আলাদা আগ্রহ রয়েছে বৈকি। এই ছবিতে রাখি গুলজার ছাড়াও অভিনয় করেছেন ঐশ্বর্য সেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক,ভাস্বর বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, শ্রুতি দাস সহ আরও অনেকে। এদিকে আবার এই ছবির হাত ধরে বড়পর্দায় রা রাখছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্🎃রুতি দাস। ১৬ মে মুক্তি পাচ্ছে ছবিটি।