স্টার জলসার অন্যতম পুরনো ধারাবাহিক হল হরগৌরী পাইস হোটেল। তোমায় আমায় মিলে ধারাবাহিকের ধাঁচে গল্প শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের মতো করে এগিয়েছে এই ধারাবাহিকের গল্প। দর্শকদের নজরও কেড়েছে। টিআরপিতেও ভালো ফল করেছে। আর সবটা মিলিয𓄧়েই দেখতে দেখতে এই ধারাবাহিকের ৫০০ পর্ব পেরিয়ে গেল।
হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের ৫০০ পর্ব পার
হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক ৫০০ পর্ব পার করল। আর সেই উপলক🌱্ষ্যে এদিন সেটেই উদযাপনের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই হাজির ছিলেন এই ধার𝕴াবাহিকের প্রযোজকদ্বয়। অর্থাৎ যিশু সেনগুপ্ত এবং তাঁর সহধর্মিনী নীলাঞ্জনা সেনগুপ্ত।
হরগৌরী পাইস হো♒টেল পাইস হোটেল ধারাবাহিকের গোটা টিমের সঙ্গে এদিন তাঁরা দুজন ছবি তোলেন। এই উদযাপনে তাঁদের সঙ্গে সেটে হাজির থাকতে দেখা যায় তুলিকা বসু, রাহুল মজুমদার, শুভস্মিতা মুখোপাধ্যায় প্রমুখকে।
এদিন হরগৌরী পাইস হোটেল টিমের এক সদস্য তাঁদের এই উদযাﷺপনের ছবি পোস্ট করে লেখেন, 'যেখানে এখন লঞ্চ করার কয়েক মাসের মধ্যেই নতুন সিরিয়াল বন্ধ হয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে হরগৌরী পাইস হোটেলের ৫০০ এপিসোড পার করা অনেক বড় অ্যাচিভমেন্ট। সেই জার্নিতে আমি অংশ নিতে পেরেছি, ভেবেই ভালো লাগে। কামনা করি হরগৌরী ১০০০ এপিসোড পার করুক।'
আরও পড়ুন: মালাইকা - অর্জুনের বিচ্ছেদের গুঞ্জন আসলে গুজব! জল্𒁏পনা উড়িয়ে কী জানালেন অভিনেত্রীর ম্যানেজাܫর?
হরগৌরী পাইস হোটেল প্রসঙ্গে
হরগৌরী পাইস হোটেল ধার🌺াবাহিকটি রোজ রাত দশটা নাগাদ সম্প্রচারিত হয় স্টার জলসার পর্দায়। এখানে মুখ💃্য ভূমিকায় আছেন রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায়।