দেখতে দেখতে এবারের বিশ্বকাপের শেষ লগ্ন এসে হাজির। আগামী ১৯ নভেম্বর গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ২০০৩ এর পর এই বছর আবারওౠ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দেশ। ফলে এবারের ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে উন্মাদনার শেষ নেই। এদিন এই উন্মাদনার পারদ বাড়াতে আয়োজন করা হয়েছে একাধিক অনুষ্ঠানের।
বিশ্বকাপের ক্লোজিং সেরিমনিতে কী কী পারফরমেন্স থাকবে?
শনিবার, ১৮ নভেম্বর সকালে বিসিসিআইয়ের তরফে আইসিসি ওয়ার্ল্ড কাপের ক্লোজিং সেরিমনির অনুষ্ঠানের লিস্ট প্রকাশ্যে আনা হয়েছে। এদিন দু꧙পুর ১.৩৫ থেকে ১.৫০ পর্যন্ত শুকরিয়া IAF এয়ারশো প্রদর্শিত হবে। এটা ম্যাচ শুরু হওয়ার আগে হবে। এরপর ২ টো থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের ফাইনাল।
তারপর ইনিংস ব্রেকে থাকছেন একগুচ্ছ সঙ্গীত শিল্পীরা। এই সময় পারফর্ম করবেন প্রীতম চক্রবর্তী, জনিতা ⭕গান্ধী, নকাশ আজিজ, অমিত মিশ্র প্রমুখ। থাকবেন আকসা꧒ সিং, তুষার যোশীও।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট দ𒅌লের প্রোমোতে অনুষ্কাকে দেখে ক্ষুব্ধ নেটপাড়া, সকꦡলের প্রশ্ন, 'ওর ব্যাটিং পজিশন কী?'
আরও পড়ুন: ফাইনালের আগে খোশমেজাজে রোহিত-শ্রেয়সরা, কারা কারা খেতে গেলেন আমদাবাদের রেস্ত𝔍োরাঁয়?
এরপর প্রথম ইনিংসের ড্রিংকস ব্রেকে আদিত্য গাধভি পারফর্ম করবেন। আর পরিশেষে দ্বিতীয় ইনিংস ড্রিংকস ব্রেকে থাকꦦবে⭕ লেজার এবং লাইট শো।