সম্প্রতি আরজি কর কাণ্ডে নির্যাতিতার দ্রুত বিচার চেয়ে শঙ্খ বাজাতে গিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত। তখন সহকর্মী এবং সিনিয়রের পাশে এসে দাঁড়ান জিতু কমল। সেই জন্য তাঁকেও বিস্তর কটাক্ষ সইতে হয়। এবার এক ব্যক্তি শ্রীলেখা মিত্রকে কুরুচিপূর্😼ণ ভাষায় আক্রমণ শানালে তিনি পারিয়া খ্যাত অভিনেত্র⛎ীর পাশে এসেও দাঁড়ালেন। কী লিখলেন?
কী ঘটেছে শ্রীলেখার সঙ্গে?
এদিন এক ব্যক্তি, যাঁর সোশ্যাল মিডিয়ায় নাম আমির হুসেন দেখা যাচ্ছে, তিনি শ্রীলেখা মিত্রর দুটো ছবি পোস্ট করেন। সেখানে অভিনেত্রীকে তোয়ালে পরে থাকতে দেখা যাচ্ছে। এই ছবি দুটো পোস্ট করে তিনি লেখেন, 'তুমি করলে 𝓡লীলা, এডি আমরা করলেই কেল*। অ্যায়সে ক্যায🐠়সে চলে গা শ্রীলেখা? বলি তোমার ঘরে পোলা মাইয়া নাই?'
এদিন এই পোস্টের একটি স্ক্রিনশট পোস্ট করেন জিতু কমল। সেখানে তিনি গোটা বিষয়টার বিরোধিতা করে 🉐লেখেন, 'ছি ছি ছি ছি ছি,মানসিকতা দেখুন। ভাষা প্রয়োগও লক্ষণীয়। এবার কার পক্ষপাতিত্ব করবেন আপনারা? ঋতুপর্ণা সেনগুপ্ত না শ্রীলেখা মিত্র? আমাদের সমাজে এই ধরনের অসুরেরা রাক্ষসেরা নরপিশাচ অসংখ্য। দলমত নির্বিশেষে লড়াই করুন, মানুষ হিসেবে লড়াই করু🔜ন। এ সময় দাঁড়িয়েও আমাদেরই ভাগাভাগির সুযোগ নিল।'
প্রসঙ্গত কিছু দিন আগে জিতু ঋতুপর্ণার সমর্থনে লেখেন, 'যে♊ শঙ্খ বাজানো নিয়ে এত ট্রোল করা হচ্ছে, সেই শঙ্খ বাজিয়ে কিন্তু কখনও কোন পতাকা তলে দাঁড়ায়নি। আমি যতদিন দেখেছি, তিনি প্রচুর টেকনিশিয়ানের পাশে দাঁড়িয়েছেন দীর্ঘদিন ধরে। আমি তাকে খুব কাছ থেকে চিনি। এই ট্রোল করে হয়তো তাকেও ঘরে চুপ করে বসিয়ে দেওয়া হল। সে আর হয়তো কোন প্রতিবাদে অংশগ্রহণ করবে না। ঋতুপর্ণা সেনগুপ্ত, উনিও তো মহিলা।𝓀 এই আমাদের সম্মান মহিলাদের প্রতি? এই নিয়ে আমরা লড়াই করছি?'
আরও পড়ুন: 'বিষয়টা💃 ব্যক্তিগত তাই...' সামাজিক মাধ্যমে বিচ্ছেদ ঘোষণা স্ত্রীর, ডিভোর্স নিয়ে কী ব༒ললেন অনিন্দ্য?
আরও পড়ুন: টলিউডের মౠিছিল সামিল হননি টোটা, তারপর কেন লিখলেন, 'চোখে জল এল...'