ছবির নাম ‘JNU’, পরিচালকের আসনে বিনয় শর্মা। এই ছবির গল্পও লিখেছেন পরিচালক নিজে। মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির পোস্টার। ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ বোদকে, উর্বশী রাউতেলা, পীযূষ মিশ্র, রবি কিষাণ, বিজয় রাজ, রেশমি দেশাই, অতুল পাণ্ডে এবং সোনালি সেহগ🍎াল💯ের মতো নামী অভিনেতারা।
পোস্টারে দেখা যাচ্ছে, মুঠো করা হাত ধরে আছে দেশের রেপ্লিকা, আর সেই রঙ গেরুয়া, তাতে লেখা, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠান কি দেশকে গুঁড়িয়ে দিতে পারে?’ এবার লোকসভা ভোটের আগে ‘জেএনইউ’ নিয়ে বিশেষ ছবি মুক্তি পাচ্ছে। ইনস্টাগ্রাম পেজে ছবিটির পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। ক্যাপশনে লিখেছেন, ‘শিক্ষার বদ্ধ প্রাচীরের আড়ালে জাতিকে ভাঙার ষড়যন্ত্র চলছে, বাম এবং ডানের সংঘর্ষে, আধিপত্যের জন্য এই যুদ্ধে কে জিতবে?' আরও পড়ুন: ভোটের ময়দানে নামছেন? হবেন প্রার্থীও? শ🌺ুনে কী বললেন শ্🌃রীলেখা
নামের মিল থাকলেও ছবির এই JNU, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় নয়, দাবি করেছেন নির্মাতারা। বরং ছবিতে JNU-এর সম্পূর্ণ নাম রাখা হয়🅘েছে জাহাঙ্গীর জাতীয় বিশ্ববিদ্যালয়। ‘জেএনইউ’-এর পোস্টারটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এবং কোমল নাহতা সহ বেশ কয়েকজন ব্যক্তিত্ব শেয়ার করেছেন। এরপরই ছবির পোস্টারে লেখা নিয়েই মূলত নেটিজেনদের মধ্যে দানা বেঁধেছে বিতর্ক।