করিনা কাপুর খান, বলিউডের এমন একজন অভিনেত্রী যিনি প্রথম জিরো ফিগারের অধিকারী হয়ে খ্যাতি অর্জন করেছিলেন। দুই সন্তানের মা হওয়ার পরেও তিনি নিজের ফিগার ঠিক আগের মতোই ধরে রেখেছেন। প্রপার ডায়েট মেইন করে এই অসাধ্য সাধন করেন তিনি। তবে এত কিছুর মধ্যেও এমন একটি খাবার রয়েছে যেটি না খেলে বেবোর ꧒দিন কাটে না।
সম্প্রতি মুম্বায়ের সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিওয়েকরের নতুন বই ‘দ্যা কমন সেন্স ডায়েট’ বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন করিনা কাপুর খান। এই অনুষ্ঠানে যোগ দি💦তে গিয়ে প্রপার ডায়েট নিয়ে কথা বলেন অভিনেত্রী। তবে এখানেই 🍷শেষ নয়, তিনি নিজের পছন্দের এমন একটি খাবারের কথা বলেন, যেটা না খেলে নাকি ঘুমই আসে না তাঁর।
আরও পড়ুন: ‘তুম্বাদ’ পরিচালকের সঙ্গে𝓰 জুটি বাঁধছেন শ্রদ্ধཧা? জল্পনা রটতেই কী বলছে নেটপাড়া?
আরও পড়ুন: অজয়ের জন্মদিন শুভেচ্ছা বার্তা রুদ্রনীলের෴, বললেন, ♒‘কম কথা বললেও উনি...’
করিনা বলেন, ‘আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। আমি যদি দুদিন খিচুড়ি না খাই তাহলে আমার মন ভালো থাকে না। এটা যেমন তাড়াতাড়ি তৈরি করা যায় তেমন এটি খ🅷েলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। জল না খেয়ে যেমন মানুষ বাঁচতে পারে না তেমন আমি খিচুড়ি 🍨না খেয়ে বাঁচতে পারব না।’
প্রসঙ্গত, গত সোমবার স্বামী সইফ আলি খান এবং গোটা পরিবারের সঙ্ꦛগে ইদের উৎসবে মেতে ওঠেন অভিনেত্রী। পরিবারের সঙ্গে কাটানো সেই মুহূর্তের ছবি পোস্ট করে সাবা লেখেন, ‘পরিবারই সবথেকে গুরুত্বপূর্ণ🐎।’
আরও পড়ুন: অজয়কে জন্মদিনের শুভেচ্🃏ছা কাজলের, ক্যা🔯পশন দেখে হেসে খুন ভক্তরা!আরও পড়ুন: ২৫ বছর পর বড় পর্দায় সলমন-সঞ্জয় জুটি, ছবির নাম এল ♚প্রকাশ্যে, কবে শুরু শ্যুটিং?
কাজের প্রসঙ্গে
২০২৪ সালℱে করিনার তিনটি সিনেমা মুক্তি পেয়েছিল। বর্তমানে তিনি ‘রাজি’ পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে একটি সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত। তবে সিনেমার নাম এখনও প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ে অনুষ্ঠিত ভিভিয়েন ওয়েস্টউড শোয়ে উপস্থিত ছিলেন ‘পু’। তিনি ♒অনুষ্ঠানের জন্য পরেছিলেন লাল গাউন। প্রত্যেকবারের মতো নায়িকাকে দেখতে লাগছিল অপূর্ব।