▨ EWবাবা রণধীর কাপুরের ৭৮তম জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। এক পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োতে তাঁকে তাঁর দুই ছেলে তৈমুর ও জেহ-কে নিয়ে বিশেষ শর্ত রাখতে দেখা গেল।
কারিনা কাপুর পাপারাজ্জিদের কী ‘না’ করলেন?
🎃একটি সাদা শার্ট এবং ব্যাগি ডেনিম পরে বাবা রণধীর কাপুরের জন্মদিনের পার্টিতে এসেছিলেন করিনা। জন্মদিনের ভেন্যুর দিকে যাওয়ার আগে, ছবির জন্য পোজ দেন অভিনেত্রী। তবে ফোটোগ্রাফারদের সতর্ক করে দেন যাতে তাঁরা তাঁর দুই সন্তান তৈমুর আর জেহ-র ছবি না তোলে।
আরও পড়ুন: ♈‘পালিয়ে যাইনি’, ইনস্টায় লিখলেন বিয়ার বাইসেপস রণবীর! ‘আমার মায়ের…’, লিখলেন আরও
꧂করিনাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার ছবি তুলে চলে যাবেন প্লিজ। বাচ্চাদের ছবির কথা বলেছিলাম’। আর এতে পাপারাৎজি-রা মাম্মা করিনাকে আশ্বস্ত করে বলেন, তাঁরা তাঁর সন্তানদের ছবি তুলবেন না। দেখা যায়, পার্টির ভিতরে ঢোকার আগে অন্তত দু'বার মনে করিয়ে দিলেন। বোঝা গেল, ছুরিকাঘাতের আতঙ্ক থেকে এখনও বেরোতে পারেননি।
আরও পড়ুন:♓ সেরা নায়িকা পর্ণা-জগদ্ধাত্রী! পুরস্কার ফুলকি-শ্যামলী-ধ্রব-রোহিতকেও, সোনার সংসার পেল আর কারা
💫গত মাসে সাইফ ও কারিনা একটি বিবৃতি প্রকাশ করে পাপারাৎজি ও সংবাদমাধ্যমগুলোকে তাদের সন্তানদের ছবি তোলা থেকে বিরত থাকতে এবং নিরাপত্তার কারণ দেখিয়ে বাড়ির বাইরে জড়ো না হওয়ার আহ্বান জানান। তবে অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় ছবির জন্য পোজ দেবেন বলে জানিয়ে দেন দম্পতি।। গত ১৬ জানুয়ারি তাঁদের বান্দ্রার বাড়িতে চুরির চেষ্টার সময় সাইফকে ছয়বার ছুরিকাঘাত করা হয়। এই মামলায় গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশীকে। অভিনেতার ঘাড়ে ও পিঠে ছুরির ক্ষতের জন্য অস্ত্রোপচার করতে হয়েছিল।
আরও পড়ুন: 🥀আলো-বেলুনে সাজানো খাট, আদরে মাখামাখি শ্রীময়ী! ৫৪ বছরে ফের ফুলশয্যা কাঞ্চনের, দেখুন ছবি
✤এদিন রণধীর কাপুরের জন্মদিনে এসেছিলেন নীতু কাপুর, আলিয়া ভাট-রণবীর কাপুরের মেয়ে রাহাও জন্মদিনে হাজির ছিলেন। ঠাকুমার সঙ্গেই আসে রাহা।