কোচিতেই মোহনবাগান প্রায় আইএসএলের লিগশল্ড পকেটে পুড়ে ফেলেছে। শনিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৩-০ হারিয়ে ইতিহাস গড়ার পথে জোসে মোলিনা ব্রিগেড। পয়েন্ট টেবলের তো আগে থেকেই ছিল বাগান ব্রিগেড। এই ম্যাচের পর তারা দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে ১০ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নি🐼ল। যদিও গোয়ার দলটি বাগানের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। প্রসঙ্গত, এদিন বাগানের হয়ে জোড়া গোল করেছেন জেমি ম্যাকলারেন। একটি গোল আলবার্তো রডরিগেজের।
আরও পড়ুন: খেলার মাঠ নাকি যুদ্ধক্ষেত্র, ফুটবল মাঠে বন্দুক প্রদর্শন, পুলিশ হ🎐েফাজতে পাঁচ দুষ্কৃতি
লিগশিল্ড জয়ের হিসাবটা কী?
এই জয়ের ফলে বাগানের এখন ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট। উল্লেখ্য, শেষ পাঁচটা ম্যাচের মধ্যে চারটেই জয়লাভ করেছে মেরিনার্সরা। আর একটা ম্যাচ ড্র হয়েছে। এদিকে এফস🐬ি গোয়ার ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট। এই পরিস্থিতিতে লিগ শিল্ড নিশ্চিত করতে হলে এখনও আরও একটি ম্যাচ মোহনবাগানকে জিততে হবে। পরের ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওড়িশা এফসি-র বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলেই ফের লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে বাগান ব্রিগেড।
আরও পড়ুন: এটা ꩵমর্যাদার লড়াই-🗹 মিনি ডার্বির আগে মুছড়ে পড়া দলকে তাতাতে ব্রুজোর ভোক্যালটনিক
তবে তার আগে ২২ ফেব্রুয়ারি গোয়া খেলতে নামবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। সেই ম্যাচে গোয়ার দলটি পয়েন্ট নষ্ট করলেই বাগান ফের লিগ শিল্ড জয়ের স্বাদ পাবে। আইএসএলে গত বার লিগ শিল্ড জিতেছিল মোহনবাগা♐ন🙈। টুর্নামেন্টের ইতিহাসে কোনও টিম লিগ শিল্ড ধরে রাখতে পারেনি। এ বার ইতিহাস বদলের সামনে মেরিনার্সরা।
আরও পড়ুন: ক💖োচিতে জিতলে শিল্ড জয়ের ꧙দিকে এক ধাপ এগোব… কেরল ম্যাচের আগে অকপট দাবি মোলিনার
দুরন্ত ছন্দে বাগান
শনিবার ঘরের মাঠে শুরু থেকেই চাপ বাড়ানোর চেষ্টা করেছিল কেরালা ব্লাস্টার্স। প্রথম ২৫ মিনিট তো বাগানের রক্ষণভাগকে তারা ছিন্নভিন্ন করে দেয়। মেরিনার্স গোলকিপার বিশাল কাইথও বেশ চাপের মুখেই পড়েছিলেন। যদিও শেষপর্যন্ত আরও একটি ক্লিনশিট তাঁর ঝুলিতে জমা পড়ে। যাইহোক, ২৮ মিনিটে জেমি ম্যাকলারেন প্রথম গোলটা করতেই চোখের নিমেষে কেরালার ভোল পাল্টে যায়। যে দলটা কিছুক্ষণ আগে পর্যন্ত মুহূর্মুহূ আক্রমণ শানাচ্ছিল, তারা আচমকা ডিফেন🙈্সিভ ফুটবল খেলতে শুরু করে। আর মানসিকভাবে ভেঙে পড়া কেরালার কফিনে এই সুযোগেই দ্বিতীয় পেরেকটি পুঁতে দেন সেই অজি বিশ্বকাপারই। ৪০ মিনিটে বাগানের স্কোরবোর্ডে দ্বিতীয় গোলটি যোগ হয়ে যায়। আশা ছিল, দ্বিতীয়ার্ধে হয়ত কেরালা সেই আক্রমণের ঝাঁঝ ফিরিয়ে আনতে পারবে। কিন্তু, কোথায় কী? উল্টে ৬৬ মিনিটে মোহনবাগানকে ৩-০ গোলে এগিয়ে দিলেন আলবার্তো রডরিগেজের। এখন পরের ম্যাচে ঘরের মাঠে সমর্থকদের সামনে ওড়িশাকে হারিয়ে ভারতসেরা হওয়ার অপেক্ষায় বাগান।