﷽ ভারতের প্রথম সরকারি মালিকাধীন ওটিটি প্ল্যাটফর্ম চালু করতে চলেছে কেরল সরকার। চালু হবে ৭ মার্চ থেকে। এই প্ল্যাটফর্মটিকে চালু করবেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। নাম রাখা হয়েছে সিস্পেস( C-Space)।
ওটিটি প্ল্যাটফর্মের উপর সরকারি বিধিনিষেধ নিয়ে কড়াকড়ি আগের চেয়ে বেড়েছে। ওটিটি সেন্সরশিপ নিয়ে কেন্দ্র নয়া উদ্যোগ গ্রহণ করেছে, এর মাঝেই দেশের ওটিটি দুনিয়ায় নতুন পথ দেখাচ্ছে পিনারাই বিজয়নের সরকার। বাম শাসিত কেরলে মার্চেই চালু হতে চলেছে দেশের প্রথম সরকারি ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম। লঞ্চের জন্য সম্পূর্ণভাবে তৈরি এই ওটিটি প্ল্যাটফর্ম। আরও পড়ুন: 🎀ক্রেতার সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা, বড়বাজারের নামী ক্লাব কচুরি কাকুর Video Viral
🐭 জনসাধারণের জন্য উপযোগী তথ্যপূর্ণ এবং বিনোদনমূলক তথ্য সরবরাহ করা হবে এই ওটিটি প্ল্যাটফর্মে। মঙ্গলবার এই সম্পর্কে একটি অফিসিয়াল বিবৃতি জারি করা হয়েছে সরকারের তরফে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৭ মার্চ সকাল ৯.৩০টায় কইরালি থিয়েটারে এই ওটিটি প্ল্যাটফর্মটি চালু করবেন। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়র মন্ত্রী সাজি চেরিয়ান।
✨ কেরল স্টেট ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রখ্যাত পরিচালক এবং চেয়ারম্যান শাজি এন করুণ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সি স্পেস মূলত বিষয়বস্তু নির্বাচন এবং প্রচারের ক্ষেত্রে OTT সেক্টরে ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা এবং বহুমুখী চ্যালেঞ্জের প্রতিক্রিয়া’।