𓄧 গোবিন্দা এবং সুনীতার দাম্পত্য জীবন নাকি ঠিক নেই, এই গুজব বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল। ৩৭ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পেছনে রয়েছে কোন কারণ, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে সব মহলে।
♓ কিছুদিন আগেই একটি সাক্ষাৎকার সুনীতা বলেছিলেন, তিনি আর গোবিন্দা নাকি একসঙ্গে থাকেন না। সন্তানকে নিয়ে তিনি একটি ফ্ল্যাটে থাকেন এবং গোবিন্দা থাকেন বাংলোয়। আইনি ভাবেও নাকি আলাদা হয়ে যাবেন তাঁরা, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল বারবার।
আরও পড়ুন:⭕ ‘বসন্ত উৎসব’ বাতিলের কারণেই অপেরা? ‘ওই অনুভূতিও…’, মুখ খুললেন ইমন চক্রবর্তী
আরও পড়ুন: ♕সঙ্গমের জলে মোবাইল ডুবিয়ে প্রিয়জনকে পুণ্যস্নান মহিলার,কান্ড দেখে হেসে খুন সকলে
💦 এই বছর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সুনীতা যখন একা ছেলে হর্ষবর্ধনের সঙ্গে বেরিয়েছিলেন তখন গোবিন্দার প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সকলকে শুভ ভ্যালেন্টাইন। স্যার নিজের ভ্যালেন্টাইনের সঙ্গে রয়েছেন। অন্য কিছু একদম ভাববেন না। ওনার কাজই হল ওনার ভ্যালেন্টাইন।
ꩵ গোবিন্দার স্ত্রী এই প্রসঙ্গে কোনও সদুত্তর না দিলেও কানাঘুষোয় শোনা যাচ্ছে, সুনীতা এবং গোবিন্দার ডিভোর্সের পেছনে নাকি রয়েছেন বছর ৩০- এর এক মারাঠি অভিনেত্রী। তবে গুজব যাই রটে থাক না কেন, গোবিন্দা বা সুনীতার তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি।
আরও পড়ুন:ꦗ গৌরব খান্নার অসুস্থতা নিয়ে বিদ্রুপ ফারহার, মন্তব্য শুনে ক্ষুব্ধ হলেন ভক্তরা
আরও পড়ুন:⛦ দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন গোবিন্দা-সুনীতা! অভিনেতার ভাইজি আরতি বললেন...
💎 গোবিন্দার ডিভোর্সের বিষয়ে জিজ্ঞাসা করায় গোবিন্দার ভাগ্নে ক্রুষ্ণা অভিষেক বলেন, এটা কোনওভাবেই সম্ভব নয়। পুরোটাই গুজব। মামা এবং মামীর মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। পুরো ব্যাপারটা নিয়ে গুজব তৈরি হয়েছে।
🐷 প্রসঙ্গত, ১৯৮৭ সালের ১১ মার্চ গোবিন্দা এবং সুনীতার বিয়ে হয়। গোবিন্দার যখন বিয়ে হয় তখন তিনি বলিউডের একজন উঠতি সুপারস্টার, প্রায় তিন বছর নিজের বিয়ের কথা সামনেই আনেননি তিনি। তবে দীর্ঘ ৩৭ বছরের বিবাহ জীবনে বহু ওঠা পড়া দেখেছিলেন অভিনেতা, যার প্রত্যেক মুহূর্তে পাশে পেয়েছিলেন স্ত্রীকে। কিন্তু বর্তমানে কেন সুনীতা দুই সন্তানের সঙ্গে আলাদা থাকছেন, কেনই বা একা থাকছেন গোবিন্দা, সেটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।