দেখতে দেখেত আরজি কর কাণ্ডের পর ৫৪ দিন কেটেছে। জুনিয়র চিকিৎসকেরা ফের কর্মবিরতিতে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রশিক্ষণাধীন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। পথে নেমে প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার মানুষ। আরও পড়ুন-আরজি কর নির🥂্যাতিতার প্রত🅘ীকী মূর্তি এরকম ‘ভয়াবহ’ কেন? জবাব কিঞ্জল নন্দের ডাক্তার স্ত্রীর
পিছিয়ে থাকেননি টলিউড তারকারাও। সেই তালিকায় একদম উপরের দিকেই রয়েছেন লগ্নজিতা চক্রবর্তী। শুরু থেকে এই আন্দোলনে আছেন। প্রত্যেকটি অবস্থান, ধরনা মঞ্চে গায়িকার উপস্থিতি চোখে পড়েছে। এর মাঝেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লগ্নজিতা সামনে আনলেন তাঁর পুজো পরিকল্পনা। এই পুজোয় দেশের বাইরে শো করতে যাচ্ছেন গা🎶য়িকা। দুবাই-সহ মার্কিন মুলুকের ৫টি শহরে পারফর্ম করবেন লগ্নজিতা।
আমাগী ১১ থেকে ২০ শে অক্টোবরের মধ্যে আমেরিকার ফিলাডেলফিয়া, আটলান্টা, শিকাগো, ওহিও, ক্লিভল্যান্ড এবং নিউ জার্সি শহরে পারফর্ম করবেন গায়িকা। এই খবর সামনে এলে ট্রোলিং-এর বন্যা ধেয়ে ༺আসবে তা অজানা নয় লগ্নজিতার। কিন্তু পেশার তাগিদে এবং পেটের তাগিদে তিনি বাধ্য আরজি করের নির্যাতিতার বিচার মেলার আগেই কাজে ফিরতে।
সেই নিয়ে ফেসবুকে লগ্নজিতা লেখেন, 'ট্রোল হব জেনেই আপনাদের সামনে আসন্ন ট্যুরের শেডিউল রাখলাম। লগ্নজিতা লাইভ….যাঁরা নিজেরা সসম্মানে, সৎপথে টাকা রোজগার করেন তেঁনারা নিশ্চয় বুঝবেন, কেন অভয়া বিচার না পাওয়া সত্ত্বেও আমি এই ট্যুরটা করছি। কারণ শ্রম ছাড়া তো বাড়িতে বসে বসে টাকা রোজগার করা সম্ভব নয়।
আর আমার টাকা আমাকে রোজগার করতে হয়। বাকি পশ্চিবঙ্গের সমস্ত সাধারণ মানুষের মতোই। কেউ এসে টাকা দিয়ে যায় না বাড়িতে। আর যেনাদের নিজেদের সৎ পথে রোজগারের ব্যাপার নেই, তেঁনারা ট্রোল করবেন। সেটাই স্বাভাবিক কারণ তেঁনাদের টাকার ব্যবস্থা হয়েই যায়। যেভাবেই হোক। আমি তৈরি, আসন্ন ট্যুর আর ট্রোলিং দুটোর জন্যই।'
এখানেই শেষ নয়, লগ্নজিতা-সহ টলিতারকাদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গিয়ে বিনা পয়সার বিরিয়ানি খাওয়ার অভিযোগ উঠেছে। সেই নিয়েও কড়া জবাব দিলেন লগ্নজিতা। তিনি লেখেন, ‘এখানে কিঞ্জল নন্দকে ট্য়াগ করে রাখল𒁏াম। আপনাদের যার যা অভিযোগ, ওঁনার কাছে করতে পারেন। আমি লোকের টাকায় বিরিয়ানি খেয়েছি,গরীরদের পেটে লাথি মেরেছি… আর যা যা অভিযোগ আছে কিঞ্জলদাকে বলতে পারেন। কারণ আর কেউ জানুক না জানুক, কিঞ্জলদা জানে আমি এই আন্দোলনে কী করেছি আর কী করিনি। এইটুকুই বলবার….’।