চলতি বছরই মুক্তি পেয়েছে মির্জাপুর সিরিজের তৃতীয় সিজন। প্রথম থেকেই দর্শকদের মধ্যে এই সিরিজ ন🐼িয়ে আলাদা উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে। এবার সেই জনপ্রিয় সিরিজ আসছে সিনেমা আকারে। আর কোন তথ্য জানা গেল?
আরও পড়ুন: 'ক্যামেরায় বলতে চাই...' বিমানবন্দরে বরুণকে থামিয়ে অনস্ক্র💮িন অভিনেতার কোন 'গোপন কথা' ফাঁস ক🐷রলেন অনুরাগী?
কী ঘোষণা করা হল মির্জাপুর ছবি নিয়ে?
মির্জাপুর সিরিজের নতুন সিজন মুক্তি পাওয়ার কয়েক মাস পর মির্জাপুর ছবির কথা ঘোষণা করলেন নির্মাতারা। অ্যামাজন প্রাইম ভিডিয়োর তরফ💦ে একটি ভিডিয়ো শেয়ার করা হয় যেখানে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিব্যেন্দুকে।
আরও পড়ুন: মুক্তির ৩০ বছর পর ফের বড় পর্দায় আಌসছে করণ অর্জুন! কবে রি-রিল🍸িজ করছে শাহরুখ - সলমনের ছবি?
এই দেড় মিনিটের ভিডিয়োতে দেখেই বোঝা যাচ্ছে যে ছবিতে দিব্যেন্দু আবার ফিরতে চলেছেন, অর্থাৎ সিরিজের মুন্না ত্রিপাঠি আবার ফিরছেন। সিরিজে এই চরিত্রটিকে দ্বিতীয় সিজনে হত্যা করে দেওয়া হয়েছিল। কিন্তু এই ভিডিয়োতে তাঁকে পুনরায় দেখা গেল, এবং একই সঙ্গে সেখানে তাঁকে বলতে শোনা যায় 'আমি হিন্দি ছবির হিরো। আর হিন্দি ছবি সবথেকে বেশি উপভোগ করা যায় সিনেমা💦 হলে। আর সবাইকে মনে করাতে চাই আমি অমর।'
এই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে 'দীপাবলিতে সবাইকে মিষ্টি দেওয়া হয♛়। কিন্তু এই নাও♔ মির্জাপুরের আসল বরফি।'
মির্জাপুর ছবিটি প্রসঙ্গে কী কী জানা গেল?
পুনিত কৃষ্ণা ছবিটি তৈরি করেছেন এবং পরিচালনা করেছেন গুরমিত সিং। ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠি অর্থাৎ কালিন ভাইয♛়া, আলি ফজল অর্থাৎ গুড্ডু পন্ডিত, দিব্যেন্দু অর্থাৎ মুন্না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার দেখা যাবে, তাও একসঙ্গে।
আরও পড়ুন: 'রোজ💦 ফোন কর♛ে বাবা চলে যাওয়ার পর', বাবা সিদ্দিকির মৃত্যুর পর সলমন রীতিমত খেয়াল রাখছেন জিশানের
আরও পড়ুন: 'সুর সবসময় নিঁখুত হয় না', তাও কেন অরি✱জিতে দিল ফিদা সবার, যুক্তি দিয়ে🍷 বোঝালেন শান
মির্জাপুর সিরিজের প্রথম সিজন ২০১৮ সালের নভেম্বর মাসে মুক্তি পেয়েছিল। দারুণ সমাদৃত🗹 হয় তখন সেই সিরিজ। এরপর দ্বিতীয় সিজন আসে ২০২০ সালের অক্টোবরে। আর এই বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে মুক্তি পায় তৃতীয় সিজন।