দুর্গাপুজোর ꧑মেজাজ যেমন মহিষাসুরমর্দিনী বয়ে আনে, ঠিক তেমন ভাবেই কালীপুজোর আগে ধ♔নতেরাস যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যদিও বাঙালিদের এটা রীতি নয় বলেই এদিন মনে করিয়ে দিলেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ি। একই সঙ্গে এই উৎসব নিয়ে বললেন আরও নানা কথা।
ধনতেরাস নিয়ে কী বললেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ি?
ধনতেরাস নিয়ে নানা অভিমত আছে। নানা ভুল ধারণাও আছে। কেউ মনে করেন ধন্বন্তরির সঙ্গে বুঝি এই উৎসবের যোগ আছে। ক🌳িন্তু এদিন সেই 🅠সমস্ত ভুল ধারণা ভেঙে দিলেন ভারতীয় মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুড়ি। জানালেন তাঁর মতে এটা নিছক ব্যবসার চাল একটি।
প্রযোজক রানা সরকার এদিন নৃসিংহ প্রসাদ ভাদুড়ির যে ভিডিয়ো শেয়ার করেছেন সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'ধনতেরাস ব্যাপারটা আমার কাছে খুব আশ্চর্যর লাগে। আমাদের ছোটবেলায় 🍰কোনও ধনতেরাস দেখিনি। এবং শব্দটা শুনলে আমি ত্রাস শব্দটার অর্থ জানি না। নিশ্চয় খুব ভালো অর্থ হবে। আমার কাছে নিজের মতো করে তেরাস শব্দটা যেন ত্রাস লাগে। ধনতেরাস যেন ধনের ত্রাস বলে মনে হয়। কেন না এর কোনও শাস্ত্রীর ভিত্তি আমি দেখিনি।'
তিনি এদিন আরও একটি ভুল ধারণা ভেঙে দিয়ে বলেন, ' অনেকে বলেন ধন্বন্তরির সঙ্গে এর যোগ আছে, কিন্তু সেসব বোকা বোকা কথা। ধন্বন্তরি একজন বৈদ্য, তিনি আয়ুর্বেদ শাস্ত💖্রের সঙ্গে আছে, তিনি অমৃত নিয়ে উঠেছিলেন। সেই স্বাস্থ্যের ব্যাপার থেকে 💃যে কী করে টাকা পয়সার ব্যাপারে উনি ঢুকে পড়লেন বুঝলাম না। একটা গয়না কিনতেই হবে এদিন। দেখুন গয়না কিনতেই পারেন, সোনা কিনতেই পারেন। সেটা খুব ভালো কথা। তার জন্য ত্রাস তৈরি করার প্রয়োজন নেই, যে না কিনলে ক্ষতি হবে খুব। এটা একটা আধুনিক ব্যাপার। একেবারেই ব্যবসায়িক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হয়।'
আরও পড়ুন: বক্স অফিস সাফল্যের 𓃲পর বহুরূপীর মুকুটে নতুন পালক! প্রতিবেশী দেশ থেকে কী দেওয়া হল শিবপ্রসাদের ছবিকে?
আরও পড়ুন: '৬০ শতাংশ পরিচালকই যৌন হেনস্থাকারী', মন্তব্য করে বিপ𒁏াকে স্বরূপ👍! ২৩ কোটির মানহানির মামলা পরিচালকদের