꧅ এই রাম নবমীতে মেগাস্টার অমিতাভ বচ্চন দর্শকদের জন্য রামকথা পাঠ করতে চলেছেন। ৬ এপ্রিল সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত Jio Hotstar-এ আযোধ্যার একটি ইভেন্টের লাইভ স্ট্রিমিং হবে, সেখানেই এই পাঠ শোনা যাবে।
🦄 বিগবি শিশুদের সঙ্গে একটি ইন্টারেক্টিভ সেশনও পরিচালনা করবেন, সেখানে রামায়ণের কিছু নির্বাচিত গল্প আরও আকর্ষণীয় ভাবে তাদের সামনে তুলে ধরা হবে। তাছাড়াও আযোধ্যার বিশেষ পুজো এবং মন্দিরগুলিতে অনুষ্ঠানের নানা দৃশ্য তুলে ধরা হবে। ভদ্রাচলম, পঞ্চবটি, চিত্রকূট এবং আযোধ্যার আরতি, ভজন দেখানো হবে। তাছাড়াও কৈলাশ খের এবং মালিনী আওয়াস্থী সহ জনপ্রিয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এদিন, সেটাও Jio Hotstar-এ লাইভ স্ট্রিমিং করা হবে।
আরও পড়ুন: ཧ১৪ বছরের ফারাক নিয়ে শুনতে হয় কটাক্ষ! ‘লুকিয়ে…’, স্বর্ণেন্দুকে নিয়ে কী লিখলেন শ্রুতি
💖 এই উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চন বলেছেন, ‘এই ধরণের পবিত্র অনুষ্ঠানের অংশগ্রহণ করা আমার জীবনের এক অনন্য সম্মান। রাম নবমী শুধুমাত্র একটি উৎসব নয়, এটি গভীর চিন্তাভাবনার এক মুহূর্ত। ধর্ম, ভক্তি এবং ন্যায়পরায়ণতার প্রতীক ঈশ্বর রামের আদর্শ গ্রহণ করার সময়। Jio Hotstar-এর মাধ্যমে, আমরা প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে দূরত্ব অতিক্রম করতে এবং বিশ্বাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার অভূতপূর্ব উৎসবের মধ্যে দেশবাসীকে একত্রিত করতে পারব।’
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ Jio Hotstar-এর একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের লাইভ স্ট্রিমিং ক্ষমতা আমাদের ভারত জুড়ে দর্শকদের কাছে সাংস্কৃতিক ভাবে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা পৌঁছে দিতে সক্ষম করেছে। লাইভ স্পোর্টস থেকে কোল্ডপ্লের অনুষ্ঠান ১৪ ঘন্টার লাইভ স্ট্রিমিং-এর অভূতপূর্ব সাফল্য আমাদের সীমা অতিক্রম করতে এবং ভারতীয় দর্শকদের এই সুন্দর অভিজ্ঞতা দিতে অনুপ্রাণিত করেছে। রাম নবমী আমাদের দেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমরা দেশের সব প্রান্তের লক্ষ লক্ষ মানুষের কাছে এই পবিত্র উৎসব পৌঁছে দিতে পারব ভেবে সম্মানিত বোধ করছি। জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন ভগবান রামের কাহিনি বর্ণনা করবেন, এই অভিজ্ঞতা যে গভীর আবেগ জাগ্রত করবে তা বলাই বাহুল্য।’
আরও পড়ুন: 🦹'যাই ঘটুক না কেন…', যিশুর সঙ্গে বিচ্ছেদ-চর্চার মাঝেই কী ইঙ্গিত করলেন নীলাঞ্জনা?
♒ প্রসঙ্গত, প্রতি বছর চৈত্র নবরাত্রির শেষ দিনে ভারত জুড়ে রাম নবমী উদযাপিত হয়। এদিন ভগবান রামের জন্মদিন হিসেবে পালিত হয়। এই শুভ দিনে, দেবী দুর্গার নয়টি রূপের হিসেবে ছোট ছোট কুমারী মেয়েদের উপহার এবং প্রসাদ দেওয়া হয়।