বছরখানেক আগেও দুজনের মধ্যে চলছিল ডিভোর্সের মামলা। তবে করোনা আর লকডাউন কাছাকাছি আনেন রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারকে। আপাতত ডিভোর্সের মামলা তুলে নিয়েছেন তাঁর𝓀া। একমাত্র ছেলে সহজের কথা ভেবেই বদলেছেন সিদ্ধান্ত। শুরু করেছেন সব নতুন করে।
আজকাল হামেশাই সামাজিক মাধ্যমে পরিবারের ছবি ভাগ করে নেন রাহুল। এবার স্মৃতির পথে হ🦂েঁটে ভাগ করলেন বেশ পুরনো একটা ছবি। খুব সম্ভবত তা চিরদিনি তুমি যে আমার-এর সময়কার। সোফায় পাশাপাশি বসে দুজনে। প্রিয়াঙ্কার হাতে চায়ের কাপ। ক্যাপশনে রাহুল জুড়লেন, ‘খোকার বাবা মা যখন খোকা খুকু ছিল…’
আরও পড়ুন: বাবাকে চায় ﷽না ১০ ব🧔ছরের ওশ! কাঞ্চন-প্রাক্তন পিঙ্কি বলছেন, ‘বাইরে বেরোলেই মুক্তি…’
নেটপাড়ায় খুব জনপ্রিয় রাহুল-প্রিয়াঙ্কার জুটি। এই পোস্টেও ভালোবাসা জানানো হল ভরে ভরে। এক নেট-নাগরিক কমেন্টে লিখলেন, ‘দুজনে একসঙ্গে একটা সিনেমা বা সিরিজ করো প্লিজ’। অপরজনের মন্তব্য, ‘এইভাবে একসঙ্গে থাকো। তোমরা আমার চাইল্ডহুড ক্রাশ।’ তৃতীয়জন লিখলেন, ‘কী মিষ্টিই যে লা♚গে তওোমাদের’।
আরও পড়ুন: কে꧅মন অন্দরসজ্জা! ইশা আম্বানির ৫০০ কোটির♓ বাড়ি কিনলেন জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক
‘চিরদিনই তুমি ষে আমার’ সিনেমা দিয়ে দুজনেরই হাতেখড়ি হয়। আর ছবির রোম্যান্স, ব্যক্তিগত জীবনেও চলে আসে। ভালোবেসে ফেলেন তাঁরা একে-অপরকে। খুব ছোট বয়সেই নেন বিয়ে করার সিদ্ধান্ত। খানিকটা বাড়ির অমতেই। ২০১০ সালে ঘোরেন সাতপাকে। দুজনের জুটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, টিভিতে লাইভ দেখানো হয় বিয়ে। ২০১৭ সালে করেন ডিভোর্সের মামলা। যা আটকে ছিল নানা কারণে। তবে ২০২২ সালের শেষ থেকেই তাঁরা ডꦬিভোর্সের মামলায় অনুপস্থি🐠ত থাকা শুরু করেন। আর ২০২৩ সালে তাঁরা তুলে নেন মামলা।
আরও পড়ুন: ৩৭ পেরিয়েও অবিবাহিত♉! সদ্যোজাত কোলে পিসি সরকার-ক꧋ন্যা মুমতাজ, অভিযোগ ‘বড্ড দুষ্টু’
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা। জানান, সম্পর্কের দিক থেকে তাঁরা একসঙ্গে রয়েছেন। দুজনে মিলে এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আরও একটু সময় চান। কারণ, মাঝের কট🌱া বছরে তাঁদের দু’জনের জীবনেই অনেক কিছু ঘটে গিয়েছে। বিবাহিত জীবন হয়তো একসময় তাঁদের সফল হয়নি। কিন্তু তাঁরা সেই সম্পর্কের বাইরে এখনও বন্ধু এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। দুজনেই জান😼েন একে-অপরের ভুল-ত্রুটিগুলো। আর দুজনেই তাই চেষ্টা করবেন তাঁদের নেওয়া এই উদ্যোগটা সফল হোক।