🅺 কথায় বলে 'শেষ ভালো যার তার সব ভালো তার'। আর দ্বন্দ্ব মিটিয়ে এই শেষটাই ভালো করার জন্য এগিয়ে এলেন 'খোদ ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ পরিচালকরা। পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে এই মুহূর্তে টলিপাড়ার সিনেমা থেকে সিরিয়াল সবের শ্যুটিং বন্ধ। তবে সমস্যা মিটিয়ে নিয়ে, আলোচনার মাধ্যমে সব দ্বন্দ্বের সমাধান করার বার্তাই দিলেন পরিচালকরা। নিজেদের মধ্যে বৈঠক শেষে ইগো ভুলে হাত মেলানোর বার্তা দিলেন রাজ চক্রবর্তী।
꧋ সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকের পর পরিচালক রাজ চক্রবর্তী বললেন, ‘আজ বিকেল ৪টের সময় টেকনিশিয়ানদের একটা মিটিং আছে। যেটা শিবু বলছিল, আমিও সেটাই হাতজোড় করে বলছি, যে আপনারা বিবেচনা করুন, ভাবুন, আপনারা প্রত্যেকে খুব কাছের মানুষ (পাশ থেকে প্রসেনজিৎ বললেন ভালোবাসার মানুষ) আপনারা ছাড়া আমরাও প্রত্যেকে ফ্লোরে গিয়ে কিছু করতে পারব না। আর আমরা ছাড়া আপনারাও ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, ইগো ছেড়ে দিন। আমাদের যদি ইগো থাকে, তাহলে সেটাও আমরা ছেড়ে দিচ্ছি। আমরা একটা সুন্দর পলিসি গড়ে, যাতে ইন্ডাস্ট্রিকে আরও বড় করতে পারি, আরও প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি, সেদিকেই যেন সকলে মনোযোগ দি। কাকে কতটা শাস্তি দেওয়া হবে, কাকে কতটা শাস্তি দেওয়া হল সেদিকে যেন মনোযোগ না দিই। ’