এবার দক্ষিণী ছবির জগতের পথে যাত্রা করলেন শাশ্বত চট্টোপাধ্যায়। কানাঘুষোয় শোনা যাচ্ছিল এবার তাঁকে দেখা যাবে এক বিগ বাজেট তেলুগু ছবিতে। সে বিষয়ে বিশদে কিছু না বললেও সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই খবরে সিলমোহর দিলেন বাংলার নামী অভিনেতা। শুনেই খুশিতে ডগমগ হয়ে উঠেছে নেটপাড়া।ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাশ্বত বলেন, ' এখনই এই ব্যাপারে বেশি কিছু বলতে পারব না। তবে হ্যাঁ, একটি তেলেগু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে চলেছি। সেই ছবি হিন্দিতেও মুক্তি পাবে।' তবে পাশাপাশি তিনি আরও বলেছেন, 'তেলুগুতে একেবারেই আসে না আমার। তবে শেখ শুরু করেছি। ছবির চিত্র্যনাট্যের প্রতিটি শব্দের অর্থ বোঝার চেষ্টা করছি। সেইসঙ্গে যতটা সম্ভব নিখুঁত উচ্চারণ করা যায়, সেই চেষ্টাও করছি। তবে সত্যি বলতে কী, ভাষাটা বড্ড শক্ত।' তবে বর্তমানে ভাষা যে কোনও ছবিতে কাজ করার ক্ষেত্রে একজন অভিনেতার অন্তরায় হয়ে দাঁড়াবে, সেকথা মানতে নারাজ 'বব বিশ্বাস'। এ প্রসঙ্গে শাশ্বত বললেন, 'তাই যদি হতো তাহলে অন্যান্য ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এত কাজের প্রস্তাব পাচ্ছি কী করে? কেন ছবির পরিচালকেরা তাঁদের ছবিতে আমার মতো একজন বাঙালি অভিনেতাকে নিতে চাইছেন?'প্রসঙ্গত,বেশ কয়েকবছর ধরেই বলিউডের ভালো ভালো চরিত্রে দেখা মিলছে টলিউডের অভিনেতাদের। শ্বাশ্বত, যীশু, পরমব্রত, টোটা,স্বস্তিকারা চুটিয়ে কাজ করছেন সেখানে। কঙ্গনা রানাওয়াতের সাথে ‘ধকড়’ ছবিতেও দেখা যাবে শাশ্বতকে। অনুরাগ কশ্যপের সঙ্গে ‘দোবারা’ ছবিতে কাজ করেছেন টলিউডের এই অভিনেতা। কাজ করেছেন ‘কাহানি’, ‘দিল বেচারা’তে।শাশ্বত নিজেই কিছুদিন আগে ফাঁস করেছেন করণ জোহরের ‘রকি অউর রনি কি প্রেম কাহানি’র কাজের অফার ফিরিয়েছিলেন তিনি। সে ছবিতে আলিয়ার বাবার চরিত্রে ধেখা মিলত তাঁর। সঙ্গে ডেট না থাকয় করিনা কাপুরের ‘হিরোইন’ ছাড়তে হয়েছিল তাঁকে। সম্প্রতি, মুক্তি পাওয়া 'স্বস্তিক সংকেত' ছবিতে নেতাজির ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত। নেটমাধ্যমে নিজেই তাঁর ছবির লুক শেয়ার করেছিলেন তিনি।