শাহরুখ খান যে বরাবরই মিডিয়া ফ্রেন্ডলি মানুষ সে কথা সকলেই জানেন। ক▨িন্তু ২০২১ সাল থেকে তিনি আচমকা প্রচার বিমুখ হয়ে যান, মিডিয়ার থেকে নিজেকে দূরে রাখতে শুরু করেন। পাবলিকলি তেমন ভাবে তাঁকে দেখা যেত না। বাইরে এলেও মুখ হয় কিছু দিয়ে ঢেকে রাখতেন, নইলে ছাতা দিয়েও আড়াল করতেন। কিন্তু কেন? এতদিন প্রকাশ্যে এল সত্য।
শাহরুখ খান মূলত ২০২১ সালে ক্রুজে ড্রাগ মামলায় আরিয়ান খানকে ধরার পর থেকেই চিত্র সাংবাদিকদের এড়াতে শুরু করেন। সম্প্রতি হিন্দ রাশকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় চিত্র সাংবাদিক ভারিন্দার চাওলা জানিয়🍒েছেন এই গোটা বিষয়টার নেপথ্যে থাকা আসল কারণটি। একই সঙ্গে জানান সেই সময় শাহরুখ তাঁকে ফোন করে কী জানꦿিয়েছিলেন।
শাহরুখ কী বলেছিলেন তাঁকে?
একটি ঘটনার কথা মনে করে তিনি বলেন, '২০২৩ সালে যখন পাঠান মুক্তি পায় তখন আমার টিম শাহরুখ খানকে দেখতে পায় এবং ছবি তুলে সেটা আমায় পাঠায়। কিন্তু আমার সেটা ভালো লাগেনি, মনে হয়েছিল ওর ব্যক্তিগত পরিসরে হয়তো আমরা ঢুকে পড়ছি। শাহরুখকে বেশ রাগী🃏 বলেও মনে হচ্ছিল। আমি তখন অভিনেতার PR টিমকে ফোন করে জানাই যে আমরা ভিডিয়োটা পেলেও সেটা কোথাও দিচ্ছি না। একই সঙ্গে ক্ষমা চাই আমার টিমের তরফে।'
আরও পড়ুন: '🌺বিজ্ঞাপনের স্লট নেব কী নেব না...' রবিবার ভꦦারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানকে খোঁচা জোমাটোর
তিনি এরপর জানান, 'আমি ফোনটা করার পরই ওর ম্যানেজার আমায় ফোন করেন এবং জানান শাহরুখ আমার সঙ্গে কথা বলতে চান। আমি তো চমকে গিয়েছি। ওর গাড়ির পিছনে কত ছুটেছি ওর এক ঝলক ছবি পাওয়ার জন্য, গোটা বিষয়টা অবিশ্বাস্য বলে মনে💧 হচ্ছিল। এরপর আমরা সেদিন প্রায় ৫ মিনিট কথা বলি, তখনই বুঝি উনি ওর সন্তানদের কতটা ভালোবাসেন। আমারও সন্তান আছে কেউ ওদের নিয়ে খারাপ কথা বললে আমারও খারাপ লাগে। উনিও তখন কষ্ট পেয়েছিলেন কিন্তু আমরা কেউই সেটা ভেবে দেখিনি। আমরা খালি অভিযোগ করে গিয়েছি যে উনꦇি ছবি তুলতে দেন না। মুখ ঢেকে রাখেন বলে। কিন্তু উনি তখন মিডিয়ার উপর খুব রেগে ছিলেন যে ওর ছেলের সঙ্গে যেটা আমরা করেছিলাম সেটার জন্য।'