সম্প্রতি সোনু নিগম দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে একটি লাইভ শো করেছিলেন। শো শেষ হয়ে যাওয়ার পর অনেক সংবাদ🐲মাধ্যমে দাবি করা হচ্ছিল যে সোনু নিগমের উপর লাইভ শো চলাকালীন পাথর ও বোতল নিক্ষেপ করা হয়েছে। এবার সেই দাবি নিজেই অস্বীকার করলেন সোনু নিগম। তিনি জানিয়েছেন যে কেউ একটি ভেপ (ই-সিগারেট ) নিক্ষেপ করেছিল, যেটি তাঁর দলের একজন সদস্যের বুকে লেগেছিল।
সোনু নিগম পোস্ট শেয়ার করেছেন
সোনু নিগম ইনস্টাগ্রামে একটি পো♎স্ট শেয়ার করে বলেন, ‘কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে যে শো চলাকালীন বোতল ও পাথর নিক্ষেপ করা হয়েছিল। এমন কিছুই হয়নি। কেউ একটি ভেপ (ই-সিগারেট ) নিক্ষেপ করেছিল যা শুভঙ্করের বুকে লেগেছিল। আমি যখনই জেনেছিলাম, তখনই শো থামিয়ে বলেছিলাম যে যদি আবার এমন হয়, তাহলে শো বন্ধ করে দেওয়া হবে।’
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই🧔 বিক্রি! কে কিনল অজয়𓄧ের ‘রেইড ২’-এর স্বত্ব?
আরও পড়ুন: ফের সুজয়ের সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যার, তাহলে কী আসছে ‘ꦦকাহানি থ্রি’?
সোনু নিগম ‘পুকি ব্যান্ড’ প্রসঙ্গে কী বললেন?
লাইভ শো চলাকালীন সোনু নিগমের দিকে একꦏটি গোলাপি রঙের হেয়ার ব্যান্ড নিক্ষেপ করা হয়েছিল। সোনু নিগম সেই ব্যান্ড মাথায় পরে নিয়েছিলেন। ক্যাপশনে সোনু নিগম এই গোলাপি ব্যান্ডের ঘটনার কথাও উল্ল🥃েখ করেছেন। সোনু নিগম সেই ব্যান্ডকে ‘পুকি ব্যান্ড’ নাম দিয়েছেন।
আরও পড়ুন: ‘দ্যা ডিপ্লোম্যাট’ ছবির প্রশংসায় পঞ🔯্চমুখ বিজেপি, কী বলছে শাসক দল?
আরও পড়ুন: সম্পত্তির নিরিখে হারিয়ে💖 দিয়েছেন রণবীর-রজনীকান্তকে,কে ভারতে💮র এই ধনী কমেডিয়ান?
সোনু নিগমের ঘটনায় কলেজ পড়ুয়াদের মন্তব্য
দৌলত রাম কলেজের এক ছাত্রী গীতিকা ঘটনায় হতাশা প্রকাশ করে বলেন: ‘এটা লজ্জাজনক যে, কিছু🍬 অশান্ত ছাত্রছাত্রীর কারণে, তাঁর মতো একজন কিংবদন্তীকে অনুষ্ঠান থামি🅠য়ে দর্শকদের ভালো ব্যবহার করার অনুরোধ করতে হল।’ শিল্পীর শান্ত থাকার প্রশংসা করে গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের অভিষেক বাত্রা বলেন, ‘তিনি সেই মুহূর্তেও নম্র ও শান্ত ছিলেন। একবারও তিনি জোরে কথা বলেননি।' কিছু সময় বিরতি নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সোনু নিগম তাঁর গান আবার শুরু করেন।