প্রকাশ্য়ে এ�ꦗ�সেছে কঙ্গনা রানাওয়াতের নতুন ছবি ‘তেজসে’-এর নতুন পোস্টার। ছবিতে যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। অভিনেত্রী নিজের পরবর্তী ছবি ‘তেজস’-এর মুক্তির দিন ঘোষণা করে দিলেন ইনস্টাগ্রামে। ছবি মুক্তি পেতে চলেছে ২০২৩ সালের অক্টোবর মাসের ২০ তারিখ।
এয়ারফোর্স পাইলট তেজস গিলের জীবন༒ীমূলক সিনেমা ‘তেজস’। সেখানেই নাম ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। এই ছবির মধ্যে দিয়ে ভারতীয় বায়ু সেনার সাহসী সৈনিকদের অ্যাডভেঞ্চার দেখানো হয়েছে, যারা প্রতি পদে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমাদের দেশকে রক্ষা করে।
বুধবার সকালে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমাদের বিমানবাহিনীর বীর পাইলটদের সাহসিকতার প্রতি সম্মান জানাই। আগামী ২০ অক্টোবর ‘তেজস’ মুক্তি পাবে’। এরপর সেখানেই ছবির প্রযোজকদের মেনশন করে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। আরও পড়ুন: বলিউডের দুই তার🌸কা অভিনেত্রী রয়েছেন এই ছবিতে, পুরনো ছবি দেখে চিনতে পা🗹রছেন কি
ছবির পরিচালকের আসনে রয়েছেন সর্বেশ মেওয়ারা। ছবির গল্ಌপও লিখেছেন তিনি। দশেরার ছুটিতেই নিজের সিনেমা নিয়ে আসছেন কঙ্গনা।
অন্যদিকে একই তারিখে মুক্তি পেতে চলেছে টাইগার শ্রফ অভিনীত ছবি ‘গণপথ’। ২০২৩ সালের ২০ অক্টোবর মুক্তির কথা রয়েছে টাইগার শ্রফ, কৃতি শ্যানন অভিনীত ছ🧸বি🧜র। হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছে বিকাশ বেহল। বক্স অফিসে একই তারিখে দুই ছবির মুক্তি ঘিরে হবে জোরদার টক্কর।
উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনার নতুন ছবি ‘টিকু ওয়েডস শেরু'। ছবির সদস্যদের সঙ্গে সম্প্রতি একটি 🙈পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। অফ-শোল্ডার জাফরান পোশাকে পার্টিতে দেখা মিলেছে বলি ডিভার। ভারতীয় মহিলাদের পাশ্চাত্য পোশাক পরা নিয়ে বিরোধী মন্তব্য করার এক মাসেই মাথায় এই ছবিগুলি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় তুমুল ট্রোল হয়েছেন কঙ্গনা।
গত এক মাস আগে 'এয়ারপোর্ট ফ্য়াশন' ট্রেন্ডকে তুলোধনা করেছেন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর মতে এই ট্রেন্ড উচ্চবিত্ত মানুষের জন্য়। এতে শুধুমাত্র বিদেশি ডিজাইনারদের পকেট ভারী হয়। ইনস্টাগ্রাম স্টোরিতে এয়ারপোর্ট লুকে ♛নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, 'এয়ারপোর্ট ফ্য়াশন' ট্রেন্ড গা ভাসিয়ে নিজেদেরকে আমরা শুধুমাত্র মূর্খ প্রমাণ করি। এতে আমরা কেবল আন্তর্জাতিক ডিজাইনারদের পকেট ভরাতে পারি'।