নিউইয়র্ক টাইমস পত্রিকায় একসম꧅য় প্রকাশিত হয়েছিল একটি কার্টুন। ভারতকে হেয় করে আঁকা হয় সেই কার্টুন। কার্টুনটির বক্তব্য ছিল, বিভিন্ন দেশ মহাকাশবিজ্ঞানে এগিয়ে গেলেও ভারত এখনও মাঠে লাঙল চাষ করে। ছবিতে দেখা যায়, একটা ঠান্ডা কাঁচের ঘরে বসে🌠 আছে সাহেবসুবো। অন্যদিকে, এক চাষি তার ষাড়কে নিয়ে এসেছে সেই ঘরের সামনে। সাহেবদের অনুগ্রহ চেয়ে দরজায় কড়া নাড়ছে সেই চাষি। কোটি কোটি ভারতবাসীকে হেয় করে এই কার্টুন অনেককেই আঘাত করেছিল।
(আরও পড়ুন: ‘শুরু হয়💛েছিল সাইকেলে, পৌঁছোলো চাঁদে’, ভারতের চন্দ্রবিজয় নিয়ে পোস্ট ভাইরা💝ল)
চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান পা রাখতেই এবার তার প্রতিশোধ নিল দেশের জনগণ। চন্দ্রযান -৩ চাঁদে অবতরণ করার পর টুইটারে ফিডে উঠে আসে সেই কার্টুন। তার সঙ্গে একেক নেটিজেন একেক রকম শ্লেষে ভরা বাক্য। প্রতিটি পোস্টের সঙ্গেইওই রকম লাইন থাকতে দেখা যায়। নেটিজেনরা মনে করিয়ে দেন, এক সময় ভারতকে অবজ্ঞা করে এমনই পোস্ট করেছিল বিখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমস। এবার যে তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে, তা-ই বুঝিয়ে দেয় নেটিজেনদের পোস্ট। ওই কার্টুন পোস্ট করে এক নেটিজেন লেখেন, ‘এবার তোমাদের নতুন কার্টুন আঁকার সময় হয়ে গিয়েছে। এই কার্টুনটা ভুলে যাও।’ অন্য আরেক নেট🐲িজেন বলেন, ‘এক সময় তোমরা আমাদের উপর হেসেছিলে, তাই না! এবার আমরা তোমাদের চুপ করিয়ে দিলাম। যাও এবার নতুন কার্টুন আঁকো গিয়ে!’ প্রসঙ্গত, কার্টুনের ছবিগুলি টুইটারে পোস্ট করতেই প্রচুর পরিমাণে শেয়ার ও লাইক পেতে থাকে। এমনকী অনেকে শেয়ার করে নিজের মতো করে নিউইয়র্ক টাইমস পত্রিকাকে তুলোধোনা ধুনতে থাকে। কমেন্টে অনেকে লেখেন, ‘একেবারে যোগ্য জবাব দেওয়া হয়েছে নিউইয়র্ক টাইমসকে।’ আরেক নেটিজে⛎ন বলেন, ‘এভাবেই মুখ বন্ধ করে দেওয়া উচিত অহংকারীদের।’
(আরও পড়ুন: চন্দ্রযান-৩-এর সাফল💃্যে নেপথ্যে ছিলেন এই বিজ্ঞানীরা, জেনে নিন পরিচয়)
(আরও পড়ুন: চাঁদে🎉 পাড়ি দিতে ইসরোকে সাহায্য করেছে নানা সংস্থ🐎া, তালিকায় টাটা, গোদরেজও)