বাংলা নিউজ > টুকিটাকি > Ratan Tata Sweets: রতন টাটাকে স্মরণ করে তৈরি হল মিষ্টি! কত দাম, কীভাবে পাবেন
রতন টাটার প্রয়াণে সারা দেশই শোকাহত। এই অবস্থায় অনেকেই নিজের মতো করে নানা কাজের মধ্য়ে দিয়ে শ্রদ্🐬ধাজ্ঞাপন করেছেন। তেমনটাই করলেন বর্ধমানের কালনা শহরের ছোট দেউড়ির একটি মিষ্টি দোকানের দুই মালিক। ভাইফোঁটার আগে মিষ্টির আদলে রতন টাটার মূর্তি বানিয়ে শ্রদ্ধা জানালেন তাঁকে। প্রায় দেড় কেজি ওজনের ক্ষীর ও সন্দেশ দিয়ে এই মিষ্টি তৈরি করা হয়েছে।
রতন টাটায় মুগ্ধ দুই ভাই
রতন টাটার জীবনাদর্শে মুগ্ধ তাবৎ ভারতবর্ষ। দেশের বাইরেও অনেকে তাঁর গুণমুগ্ধ। ঠিক তেমনই হলেন কালনা শহরের ছোট দেউড়ি বাজারের এই দুই ভাই। তাঁর মৃত্যুর পর থেকেই বিমর্ষ দুজনে। কীভাবে তাঁকে শ্রদ্ধা জানানো যায় সেই কথাই ভাবছিলেন। শেষ পর্যন্ত চলেও এল ไসেই সুযোগ। ভাইফোঁটা উপলক্ষে প্রচুর পরিমাণ মিষ্টির অর্ডার এসেছিলেন কালনার ছোট দেউড়ির এই দোকানে। সেই সুযোগেই এবার রতন টাটার একটি বিশেষ মূর্তিও বানিয়ে ফেললেন তাঁরা।আরও পড়ুন - ‘বিরিয়ানিতে দেবে বলে নিয়ে যাচ্ছে…’ মাঝরꦚাতে মালদায় কুকুর হাতে আ♊টক ব্যক্তি
ভিন জেলা থেকেও দেখার ভিড়
দোকানটি🍸তে প্রায় তিনশোরকমের মিষ্টি রয়েছে বলে জানিয়েছেন দুই ভাই। শুধু তাই নয়, বেশিরভাগ মিষ্টির দাম মানুষের নাগালের মধ্যেই রয়েছে বﷺলে দাবি তাদের। ভাইফোঁটা উপলক্ষে বর্ধমান ও ভিন জেলার থেকেও মানুষ ভিড় জমাচ্ছেন বলে জানিয়েছেন তারা। রবিবার ভাইফোঁটা ছিল। কিন্তু ভিড় শুরু হয়ে গিয়েছিল শুক্রবার থেকেই। আর সেই ভিড়ের মধ্যেই দেখা গিয়েছে রতন টাটার এই বিশেষ মূর্তি।আরও পড়ুন - ভক্তদের সঙ্গে নেচে ওঠেন জাগ্রত মা! শান্তিপুরে বামাকালীর পুজোয়𒅌 লক্ষ ম𒅌ানুষের ঢল