𒆙 একইদিনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উদ্ধার হল দুই ছাত্রের মৃতদেহ। এর মধ্যে একজনের দেহ উদ্ধার হয়েছে বিশ্ববিদ্যালয়ের গেটের কাছ থেকে এবং অন্যজনের দেহ পাওয়া গিয়েছে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বিল্ডিংয়ের নিচে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপত জেলার রাইয়ের অশোকা বিশ্ববিদ্যালয়ে। দুই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিশ্ববিদ্যালয়ে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনায় দুঃখপ্রকাশ করে পুলিশকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: ✱পরীক্ষায় দ্বিতীয় হওয়ায় আত্মঘাতী? বর্ধমানের মেসে ছাত্রীর দেহ উদ্ধারে বাড়ছে রহস্য
🍸পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ২ ছাত্রের মধ্যে ধ্রুব ছিলেন প্রথম বর্ষের পড়ুয়া। আর ভিগনেশ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁরা যথাক্রমে তেলাঙ্গানা এবং বেঙ্গালুরুর বাসিন্দা। প্রথমে রাতের দিকে বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে উদ্ধার হয় ভিগনেশের দেহ। তার কয়েক ঘণ্টা পরেই উদ্ধার হয় ধ্রুবর দেহ। তাদের দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ১০ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ধ্রুবর। কীভাবে ১০ তলা থেকে নিচে পড়ে গেলেন, তিনি সে বিষয়টি স্পষ্ট নয়। তবে তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ফলে ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
🗹অন্যদিকে, ভিগনেশের মৃত্যুর কারণটিও পুলিশের কাছে স্পষ্ট নয়। তাঁকে বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুটি ঘটনাতেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
🏅এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, বহুতল থেকে পড়ে মৃত ছাত্রের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ক্যাম্পাসের গেটের কাছে আরও একজন ছাত্রকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাঁদের দুজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
🌟 দুটি ক্ষেত্রেই তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। রাই থানার পুলিশ ছাত্রদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ বিভিন্ন দিক থেকে এই বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই শিক্ষার্থীদের মৃত্যুর কারণ জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের তরফে শোকপ্রকাশ করে জানানো হয়েছে, ‘মৃত দুই পড়ুয়া অশোকা বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য সদস্য ছিলেন। আমরা সকলেই তাঁদের স্মরণ করব। শোকাহত পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং এই শোকের মুহূর্তে আমরা তাঁদের সাহায্যের হাত বাড়িতে দেব।’