অবৈধ অভিবাসনের অভিযোগে ১১৯ জনকে সদ্য দ্বিতীয় দফায় আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়েছে। মার্কিন সেনার সি১৭ বিমানে এই দ্বিতীয় দফায় প্রত্যর্প🌊ণ হওয়া ভারতীয়রা অমৃতসরের মাটিতে নামেন। এদিকে, অমৃতসরে নামতেই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ধৃত দু'জন সম্পর্কে তুতো ভাই।
শনিবার অমৃতসরে নামে আমেরিকা থেকে আসা সি ১৭ বিমান। মার্কিন সেনার এই বিমানে সেদেশে বসবাসকারী অবৈধ অভিবাসী ভারতীয়দের হাতে পায়ে শিকল বেঁধে আনা হয়েছে বলে খবর। এদিকে, বিমান অবতরণ করতেই ২ জনকে গ্রেফতার 🐲করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সন্দীপ ও প্রদীপ নামের ওই ২ জনকে পুরনো একটি খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে। ২০২৩ সালে পাতিয়ালার রাজপুরা টাউনে একটি খুনের মামলায় এই সন্দীপ ও প্রদীপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ধৃতরা সম্পর্কে তুতো ভাই। এদিকে, অমৃতসরের শনিবার, শ্রী গুরু রামদাস বিমানবন্দরে এই অবৈধ অভিবাসীদের নামিয়ে দিয়ে যায় মার্কিন সেনার বিমান। তারপরই পাতিয়ালা পুলিশ গ্রেফতার করে ওই ২ জনকে। দুই অভিযুক্তের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধিতে একাধিক মামলায় অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ২৬ জুন এক মামলায় খুনের অভিযোগ রয়েছে এই ২ জনের বিরুদ্ধে। যদিও পুলিশ জানিয়েছে, এই ২ জনের বিরুদ্ধে কোনও ‘লুক আউট’ নোটিস জারি করা হয়নি।
এদিকে, প্রথম দফার পর এই নিয়ে দ্বিতীয় দফায় পঞ্জাবের অমৃতসরে নামল মার্কিন সেনার বিমান, যেখানে ছিলেন ১১৯ জন ভারতীয়। এঁদের বিরুদ্ধে অবৈধভাবে আমের🎀িকায় বসবাসের অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট পদে সদ্য আসা ট্রাম্পের প্রশাসন সেদেশে অবৈধ অভিবাসন নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি থেকে তারা তৎপর হয়েছে। এরপরই প্রথম দফায় ১০৪ জন অবৈভ অভিবাসী ভারতীয়কে দেশে ফেরত পাঠায় আমেরিকা। এরপর ১১৯ জনকে তারা শনিবার একইভাব হাতে পায়ে শিকল বেঁধে ভারতে পাঠিয়েছে। এরপর রবিবার তৃতীয় দফার ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হবে বলে খবর। জানা গিয়েছে, যে ১১৯ জন ভারতীয় শনিবার অমৃতসরে পৌঁছেছেন, তাঁদের মধ্যে ৬৭ জন পঞ্🌺জাবের, ৩৩ জন হরিয়ানার, বাকি ৮ জন উত্তর প্রদেশ, গোয়া, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থানের। এছাড়াও একজন হিমাচল প্রদেশের ও ১ জন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।