প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফর নিয়ে কংগ্রেস এবং বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। একদিকে যেখানে দাবি করা হচ্ছে, মোদী থাকাকালীনই ট্রাম্প শুল্ক নিয়ে ঘোষণা করেন। আবার মার্কিন ফেরত অবৈধ ভারতীয় অভিবাসীদের 'সম্মান'-এর ইস্যু নিয়েও কংগ্রেস সহ বিরোধীরা সরব হয়েছিল। এরই মাঝে অবশ্য মোদীর মার্কিন সফরে 'সাফল্য' খুঁজে পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। শশী বলেন, বাণিজ্য এবং প্রতিরক্ষা খাতে কিছু ভালো প্রাপ্তি ঘটেছে ভারতের। যদিও শশীর এই মন্তব্যের পর কংগ্রেস স্পষ্ট করে দেয়, শশীর মন্তব্য তাঁর ব্যক্তিগত মত। (আরও পড়ুন:𒉰 '…তাই তো রে তুই অকাল চিতায়,পূণ্যলোভী যাত্রীকূল', নয়াদিল্লিকাণ্ডে বললেন দেবাংশু)
আরও পড়ুন: 𒐪বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করতে $২৯ মিলিয়ন বরাদ্দ করেছিল USA: DOGE
মোদীর মার্কিন সফর নিয়ে শশী বলেছিলেন, 'সরকার যখন কোনও ভালো কাজ করে তখন তার প্রশংসা করা উচিত। তা সে ক্ষমতায় যেই দলই থাকুক না কেন। আমি নিজে ১৬ বছর ধরে রাজনীতিতে আছি। আমি এই নীতিই অুসরণ করেছি। সরকর খারাপ করলে তখন তার বিরুদ্ধে বলা উচিত। আর আমি যদি সব সময়ই সরকারের প্রশংসা করতাম, তাহলে আমার কথাকে কেউ গুরুত্ব দেবে না। এবং আমি যদি সবসময় সমালোচনা করি, তাহলেও আমার কথার গুরুত্ব কমে যাবে। গণতন্ত্রে সবসময় দেওয়া-নেওয়ার নীতি থাকতে হৃয়। ওয়াশিংটন একতরফা ভাবে আমাদের ওপরে শুল্ক চাপিয়ে দিতে পারত। সেটার জেরে আমাদের রফতানি ক্ষতিগ্রস্ত হত। তবে আমার মনে হয়েছে এই সফরে ভালো কিছু অর্জন করা গিয়েছে। তাই ভারতীয় হিসেবে আমি তা স্বাগত জানাব।' (আরও পড়ুন: 🐼আরও এক 'মেহতা স্ক্যাম', ব্যাঙ্কের ১২২ কোটি টাকা হাতিয়ে গ্রেফতার GM)
আরও পড়ুন: 🌠ভারতের ভোটে ২২ মিলিয়ন ডলার খরচ করত USA? খুঁজে বের করলেন মাস্ক, বিস্ফোরক BJP নেতা
ꦓএদিকে অবৈধবাসীদের মার্কিন মুলুক থেকে ফেরত পাঠানোর ইস্যু নিয়ে শশী থারুর বলেন, 'কিছু প্রশ্ন তো আছে। যেমন আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ওভাবে কেন ভারতে ফেরত পাঠানো হল। মোদী কি সেই প্রশ্নটা বন্ধ দরজার পিছনে ট্রাম্পকে করেছিলেন। আর তাছাড়া এই ইস্যুতে তাঁর অবস্থান একদম ঠিক আছে। এই অবৈধবাসীদের ভুল বুঝিয়ে আমেরিকায় নিয়ে যাওয়া হত। এদের ফেরত নেওয়া উচিত আমাদের। যদি এরা ভারতীয় হয়, তাহতে এদের ফেরত নেব। তবে আশা করি, এই হাতকড়া এবং বাজে আচরণের ইস্যু নিয়ে একান্তে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে মোদীর।'
♒এদিকে মোদীর 'দর কষাকষির ক্ষমতা' নিয়ে ট্রাম্পের প্রশংসা ইস্যুতে শশী বলেন, 'আমি সেই মন্তব্য শুনে অবাকই হয়েছিলাম। কারণ ট্রাম্প নিজেকে মাস্টার ডিল মেকার হিসেবে ব্র্যান্ড করেন। এই আবহে আমি মনে করি, মোদী এমন একজনের থেতে প্রশংসা পেয়েছেন, যিনি কি না অন্যের প্রশংসা করতে অভ্যস্ত নন।'