๊হোটেলে মৃত্যু হল এক গোয়ার প্রাক্তন বিধায়কের। কর্নাটকে এক অটো চালকের সঙ্গে বচসা হয়েছিল ওই প্রাক্তন বিধায়কের। এরপর হোটেলে ফিরে এসে মৃত্য়ু হয় তার।
অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ।
𒁏পানাজি থেকে ১২০ কিলোমিটার দূরে বেলাগাভিতে ব্যবসায়িক সফরে গিয়েছিলেন ৬৮ বছর বয়সি কংগ্রেস নেতা লাভু মামলতদার। ২০১২ সালে রাজনীতিতে যোগ দেওয়ার আগে মামলতদার গোয়ার ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার অফিসার ছিলেন।
ꦅকর্নাটক পুলিশ ডিপার্টমেন্টের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার জেরে বচসায় জড়িয়ে পড়েন মামলতদার ও এক অটোচালক। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজের কথা উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, বচসা চলাকালীন অটোচালক তাকে একাধিকবার আঘাত করে।
🌱মারধরের পর মামলতদার একটি হোটেলে গিয়ে সিঁড়িতে পড়ে যান। সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভর্তির আগেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
বেলাগাভি পুলিশ ওই অটো চালককে হেফাজতে নিয়েছে।
💦মামলতদার ২০১২-২০১৭ সালের মধ্যে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (এমজিপি) প্রতিনিধিত্ব করে গোয়া বিধানসভার সদস্য ছিলেন। তিনি ২০২২ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং সে বছর গোয়া নির্বাচনে মাদকাই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হয়েছিলেন। পিটিআই সূত্রে খবর।