আমেরিকার টেক্সাস প্রদেশের ড্যালাসের উত্তরে একটি শপিং মলে বন্দুকবাদের হামলা। দুষ্কৃতীর গুলিতে অন্ততপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও গুলিতে জখম হয়েছেন আরও অন্তত ৭ জন। এদিকে অভিযুক্ত বন্দুকবাজকেও পুলিশ গুলি করে খতম করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, সেই বন্দুকবাজ একাই কাজ করছিল। জানা গিয়েছে, ড্যালাসের ꧂উত্তরে অ্যালেন নামক ছোট্ট শহরে 'অ্যালেন প্রিমিয়াম আউটলেট মল'-এ এই হামলা চালানো হয়। শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে জানান, মলের ভিতরে তাণ্ডব চালিয়ে বব্দুকবাজ যখন বাইরে আসে, তখন পুলিশের গুলিতে খতম হয় সে।
এদিকে ঘটনা প্রসঙ্গে অ্যালেꩲন শহরের দমকল বাহিনীর প্রধান জন বয়েড জানান, দমকলকর্মীরা ৯ জন গুলিবিদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে অন্তত ২ জনের মৃত্যু হয়। এরপর মেডিক্যাল সিটি হেলথকেয়ারের তরফে জানানো হয়, তারা মোট ৮ জন গুলিবিদ্ধ মানুষের চিকিৎসা চালাচ্ছে। তাদের মধ্যে ৫ বছর বয়স থেকে ৬১ বছরের বৃদ্ধও রয়েছেন। পরে জানা যায়, মৃতের সংখ্যা বেড়ে ৯ হয়েছে। এদিকে ঘটনার তদন্ত শুরু কর𒁏েছে পুলিশ। এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ রয়েছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। এমনিতেই আমেরিকায় বন্দুকবাজের হামলা খুব ধারাবাহিক একটি ঘটনায় পরিণত হয়েছে। এই আবহে কী কারণে এই বন্দুকবাজ এহেন কাণ্ড ঘটাল, তা বের করার চেষ্টা চলছে।
এই ঘটনা পসঙ্গে স্থানীয় এক সংবাদ চ্যানেলে এক প্রতক্ষ𝔍্যদর্শী বলেন, 'বন্দুকবাজ রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে এমনিতেই গুলি চালাচ্ছিল। যেদিকে পারছিল সেদিকেই বন্দুক তার করে গুলি চালাচ্ছিল সে।' এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তিনি জানান, প্রদেশের প্রশাসন যেকোনও ধরনের সাহায্য করতে পারে স্থানীয় প্রশাসনকে। প্রসঙ্গত, ড্যালাসের থেকে ২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত এই অ্যালেন শহর। এই শহরের জনসংখ্যা মেরেকেটে ১ লাখ। এহেন ছোট্ট শান্ত শহরে এই বিভীষিকাময় ঘটনায় আতঙ্কিত সবাই।
প্রসঙ্গত♒, বিগত দিনে আমেরিকায় বন্দুকবাজের হামলায় শতাধিক মানুষ মারা গিয়েছে। কট্টরপন্থী সন্ত্রাসবাদীদের থেকে এই বন্দুকবাজরা বেশি আতঙ্ক ছড়াচ্ছেন দেশজুড়ে। ২০২৩ সালে এখনও পর্যন্ত আমেরিকায় বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ১৯৮ জনের। কখনও স্কুল, কখনও মল বা পার্ক, বন্দুকবাজরা আচমকাই গুলি ছুড়ে খুন বা ঘায়েল করছে সাধারণ মানুষজনকে। তারই আরও একটি বিভীষিকাময় উদাহরণ দেখল টেক্সাস।