꧟ এবার মেয়ে রোশনি নাদার মালহোত্রাকে এইচসিএল কর্পোরেশন এবং ভামা সুন্দরী ইনভেস্টমেন্টস-র ৪৭ শতাংশ শেয়ার উপহার হিসেবে দিলেন বিশ্বের অন্যতম আইটি সংস্থার প্রতিষ্ঠাতা শিব নাদার। আর এই ক্ষমতা হস্তান্তরের পর, রোশনি নাদার মালহোত্রার নিয়ন্ত্রে চলে যাবে এই দুই সংস্থা। একই সঙ্গে ভামা দিল্লি এবং এইচসিএল কর্পোরেশনের বৃহত্তম শেয়ারহোল্ডার হবেন তিনিই।
✱আরও পড়ুন -White House: হোয়াইট হাউসের কাছেই অস্ত্র হাতে আততায়ী, গুলি চালাল সিক্রেট সার্ভিস
♍শুধু তাই নয়, ভামা দিল্লি এবং এইচসিএল কর্পোরেশনের ৪৭% অংশীদারিত্বের জন্য রোশনি এইচসিএল ইনফোসিস্টেমস লিমিটেড এবং এইচসিএল টেক উভয়েরই বৃহত্তম শেয়ারহোল্ডার হবেন।তিনি এইচসিএল ইনফোসিস্টেমসে ভামা দিল্লির ১২.৯৪ শতাংশ এবং এইচসিএল কর্পোরেশনের ৪৯.৯৪ শতাংশ শেয়ারের ভোটাধিকারের উপরও নিয়ন্ত্রণ অর্জন করবেন। এইচসিএল টেকে, রোশনির ভামা দিল্লির ৪৪.১৭ শতাংশ শেয়ার এবং এইচসিএল কর্পোরেশনের ০.১৭ শতাংশ শেয়ারে অধিকার থাকবে। জানা গেছে, ৬ মার্চ দুই সংস্থার ৪৭ শতাংশ শেয়ার উপহার হিসেবে মেয়ের হাতে তুলে দেন শিব নাদার।এই শেয়ার স্থানান্তর এইচসিএলের ভবিষ্যতের প্রবৃদ্ধিতে পরিবারের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।ইতিমধ্যে সেবি রোশনি নাদার মালহোত্রাকে ওপেন অফার করার ক্ষেত্রে ছাড় দিয়েছে, যার ফলে শেয়ারের স্থানান্তর প্রক্রিয়া মসৃণভাবে সম্ভব হবে।এর আগে শিব নাদার এবং রোশনি নাদার মালহোত্রা যথাক্রমে ভামা দিল্লি এবং এইচসিএল কর্পোরেশনের ৫১ শতাংশ এবং ১০.৩৩ শতাংশ শেয়ারের মালিক ছিলেন।
🌼৩৭ হাজার কোটি টাকারও বেশি সম্পত্তির মালকিন রোশনি নাদার বর্তমানে দেশের অন্যতম ধনীতম মহিলা। শিল্পপতি তথা এইচসিএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শিব নাদারের মেয়ে রোশনি এমবিএ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট থেকে। শিব নাদার অবসর নেওয়ার পরে তাঁর মেয়ে রোশনি এইচসিএল টেকনোলজিসের চেয়ারপার্সন পদের দায়িত্ব নেন। তার আগে অন্যান্য বেশ কিছু সংস্থায় গুরুত্বপূ্র্ণ পদে কাজ করেছেন তিনি।রোশনির স্বামী শিখর মালহোত্রা এইচসিএল হেল্থকেয়ারের ভাইস প্রেসিডেন্ট। রোশনি প্রশিক্ষিত ধ্রুপদী সঙ্গীতশিল্পী। চেয়ারপার্সন পদের পাশাপাশি রোশনি বর্তমানে এইচসিএল এন্টারপ্রাইজের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সিইও।