1/4ছত্তিশগড়ে স্থানীয় নির্বাচনে বিরাট জয় পেল বিজেপি। শনিবার সমস্ত মেয়র পদেই জয় পেয়েছে বিজেপি। মুখ্য়মন্ত্রী বিষ্ণুদেও রাই ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এটা ছত্তিশগড় বিজেপির জন্য় একটা ঐতিহাসিক দিন। (HT file photo) (HT_PRINT)
2/4মুখ্য়মন্ত্রী বিষ্ণুদেও রাই সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, এটা ছত্তিশগড় বিজেপির পক্ষে একটা ঐতিহাসিক দিন। ছত্তিশগড় পুরসভাগুলির নির্বাচনে আমাদের প্রার্থীরা ১০টা আসনেই জয় পেয়েছে। বিপুল মার্জিনে জয় পেয়েছেন তারা। কংগ্রেস একটা আসনেও জিততে পারেনি। বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখার জন্য সমস্ত ভোটারদের ধন্য়বাদ জানাতে চাইছি। (Hindustan Times) (HT_PRINT)
3/4ভোটের ফল ঘোষণার পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা ছত্তিশগড়ে বিজেপির সভাপতি ও ছত্তিশগড়ে মুখ্য়মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এই বিপুল বিজয়ের জন্য। জেপি নড্ডা এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই ঐতিহাসিক জয় হল মানুষের আস্থা জনকল্যাণমুখী স্কিম ও আদিবাসী কল্যাণে নিয়োজিত স্কিমগুলির উপর। ডবল ইঞ্জিন সরকার এই স্কিমগুলি প্রয়োগ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাইডেন্সে এই কর্মকাণ্ড চলছে। এক্স হ্যান্ডেলে জানিয়েছেন জেপি নড্ডা। (HT_PRINT)
4/4কার্যত ছত্তিশগড় থেকে ধুয়ে মুছে যাচ্ছে কংগ্রেস। একের পর এক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বিজেপি। এবার পুরসভাগুলির ভোটেও বিজেপিরই জয় জয়কার। (HT_PRINT)