শুরুটা হয়েছিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে গত ২২ এপ্রিলের অভিশপ্ত দুপুরে নির্বিচারে জঙ্গিরা গুলি করে হত্যা করে ২৬ জন নিরস্ত্রকে। একচুলও জমি না ছেড়ে ভারত প্রত্যাঘাতের অভিযানে নামে। শুরু হয়,'অপারেশন সিঁদুর'। তবে তার আগে, সিন্ধু চুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত। সদ্য শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হলেও, সিন্ধু চুক্তি স্থগিতের বিষয়ে নতুন করে ভারত কোনও বার্তা দেয়নি। এদিকে, ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র রিপোর্ট বলছে, ভারত শনিবারই বাগলিহার বাঁধের দুই গেট খুলে দিয়েছে। এদিকে, ফুঁসছে চেনাব!
ওই মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল ৮.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত খোলা ছিল বাগলিহার বাঁধ। সংবাদ সংস্থা এএনআই রবিবার সকাল ৯.১৫ মিনিটের তোলা ভিডিয়ো ফুটেজ প্রকাশ করে জানিয়েছে, রবিবার নতুন করে বাগলিহার বাঁধের ১ টি গেট খুলে দেওয়া হয়েছে। এদিকে, রবিবার সকালে সংবাদ সংস্থা এএনআইর প্রতিবেদনের ভিডিয়োয় দেখা যায়, রিয়াসির সালাল বাঁধ থেকেও ফুলে ওঠা চেনাবের জল বইছে তোড়ে। এদিকে, শনিবারের বাগলিহারের বাঁধের ২ টি গেট খোলা নিয়ে মিডিয়া রিপোর্ট বলছে, শুক্রবার প্রবল বর্ষণের পর থেকেই চেনাব ফুলেফেঁপে উঠতে থাকে। তারপরই বাঁধের ওই ২ গেট খুলে দেওয়া হয়। প্রসঙ্গত, সিন্ধু জলচুক্তি ভারতকে বিশেষ ক্ষমতা দিয়েছে পূর্ব প্রান্তের নদী শতদ্রু, বিয়াস, রবির জল ও তার উপনদীর জল পাকিস্তানে ঢোকার আগে ব্যবহারে। অন্যদিকে, পাকিস্তানের অধিকার রয়েছে পশ্চিমপ্রান্তের নদী চেনাব, ঝিলাম, সিন্ধুর ওপর। এদিকে, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সাফ জানিয়েছেন, তাঁরা কোনও দিনওই এই সিন্ধু চুক্তির সপক্ষে ছিলেন না। যা পাকিস্তানের কাশ্মীর নিয়ে বহু হুঙ্কারে বেলুন ফুটো করে ছেড়েছে! এদিকে, ভারত পাক উত্তেজনার পরিস্থিতির মাঝে মোদী সরকার সিন্ধু জল চুক্তি নিয়ে পদক্ষেপ করতেই পাল্টা পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে।
( হাসিনার দল আওয়ামি লিগকে নিয়ে বড় সিদ্ধান্ত ইউনুসের, মধ্যরাত পার করে হাসনাত বললেন,'যথেষ্ট নয়')
এদিকে, এর বহু আগে থেকেই ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স পার্টি এই সিন্ধু চুক্তির বিরোধিতা করে আসছে। এনসির দাবি, জম্মু ও কাশ্মীরের সঙ্গে কথা না বলেই এই চুক্তি হয়েছে। পার্টির দাবি, এই চুক্তি জম্মু ও কাশ্মীরের স্বার্থ ভঙ্গ করেছে। সদ্য, ৭ মে ‘অপারেশন সিঁদুরের’ আগের রাতে নরেন্দ্র মোদী এক সভায় বলেছিলেন, ‘ভারতের জল এবার ভারতের হিতে বইবে।’ এরপরই ‘অপারেশন সিঁদুরের’ মাঝেও দেখা গেল, ভারত চেনাবের জল ঘিরে বিভিন্ন বাঁধের প্রেক্ষিতে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করছে।