মালদার মানিকচক থানায় বিধ্বংসী আগুন। আগুনে পুড়ে ছাই হয়ে গেল থানার মালখানা। এই ঘটনায় শনিবার রাতে মালদা জেলায় দমকল বিভাগের কঙ্কালসার চেহারা প্রকাশ্যে চলে আসে। ঘটনার পর জেলার সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। কী করে আগুন লাগল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎ মানিকচক থানার মালখানায় আগুন দেখতে পান স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে একের পর এক বিস্ফোরণ হতে থাকে। খবর যায় দমকলে। মালদা শহর থেকে দমকলের ১টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় হার মানতে হয় তাদের। ওদিকে মালদা শহরে আরও কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় আর ইঞ্জিন পাঠাতে পারেনি দমকল বিভাগ। ফলে স্থানীয়দের থেকে জলের পাম্প জোগাড় করে আগুন নেভাতে হয় পুলিশকর্মীদেরই। আগুন নিয়ন্ত্রণে আনতে এক্সাভেটর দিয়ে ভাঙতে হয় মালখানার একটি দেওয়াল। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গিয়েছে, মালখানার ভিতরে ৩টি গ্যাস সিলিন্ডারসহ একাধিক বিস্ফোরক বস্তু ছিল। অগ্নিকাণ্ডের পর সিলিন্ডারগুলি পাওয়া গেলেও বাকি কোনও কিছুই পাওয়া যায়নি। পুড়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি।
এই ঘটনার পর জেলার সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা কি দুর্ঘটনা, না নাশকতা? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।