সংখ্যালঘু ভারত বিরোধীদের বিদেশের মাটিতে মারার চেষ্টা করছে ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এই অভিযোগ করে র'কে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন বা ইউএসসিআইআরএফ। এই আবহে এই মার্কিন কমিশনকে 'এনটিটি অফ কনসার্ন' (উদ্বেগের সত্ত্বা) হিসেবে ঘোষণা করা উচিত বলে পালটা তোপ দাগল ভারত। ভারতের তরফ থেকে এই মার্কিন কমিশনকে বলা হয়েছে, 'গণতন্ত্রের বাতিস্তম্ভ হিসেবে দাঁড়িয়ে থাকা ভারতের বিরুদ্ধে এই ধরনের প্রচেষ্টা সফল হবে না।' এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। (আরও পড়ুন: 🍸পাকিস্তানে সামরিক হাসপাতালে মৃত্যু খলিস্তানি জঙ্গি নেতা মহল সিং বব্বরের)
আরও পড়ুন: 🧔চিন সফরের আগে উথলে পড়ল ইউনুসের 'ভারত প্রেম', সামনে এল নয়া তথ্য
ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ইউএসসিআইআরএফ নিজের প্যাটার্ন বজায় রেখেছে এবং পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিজেদের মত প্রকাশ করছে। ভারতের বহুসংস্কৃতির সমাজকে নিয়ে ক্রমাগত কুৎসা রটানোর চেষ্টা করছে ইউএসসিআইআরএফ। এতে ধর্মীয় স্বাধীনতার জন্য সত্যিকারের উদ্বেগের পরিবর্তে, প্রতিফলিতচ হয় 'ইচ্ছাকৃত' অ্যাজেন্ডা। ভারতে ১৪০ কোটি মানুষ বাস করে, যারা সব ধর্মের অনুসারী। তবে, আমাদের কোনও প্রত্যাশা নেই যে ইউএসসিআইআরএফ ভারতের বহুত্ববাদী কাঠামোর বাস্তবতার সাথে জড়িত হবে বা এর বিভিন্ন সম্প্রদায়ের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানকে স্বীকৃতি দেবে।' নিয়মতান্ত্রিক ও মারাত্মক ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে 'বিশেষ উদ্বেগের দেশ' বা সিপিসি হিসাবে চিহ্নিত করার মার্কিন সরকার ইউএসসিআইআরএফের সুপারিশের কথা উল্লেখ করে জয়সওয়াল আরও বলেন, 'গণতন্ত্র ও সহিষ্ণুতার বাতিস্তম্ভ হিসাবে ভারতের অবস্থানকে খাটো করার এ জাতীয় প্রচেষ্টা সফল হবে না। প্রকৃতপক্ষে, এটি ইউএসসিআইআরএফকে উদ্বেগের সত্তা হিসাবে মনোনীত করা উচিত।' (আরও পড়ুন: 😼'সব সদস্য প্রস্তুত', অভ্যুত্থান জল্পনার মাঝে বাংলাদেশি সেনা প্রধানের বড় বার্তা)