মহাকুম্ভের পথে যেতে গিয়ে দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। ঘটনা ঘিরে বিরোধীরা সরব হয়েছে রেলমন্ত্রকের বিরুদ্ধে। এদিকে,🐼 এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বলেছেন,'কুম্ভের কী মানে আছে? কুম্ভ ফালতু..!'
শনিবার রাতে দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়। শেষ মুহূর্তে ট্রেনের প্ল্যাটফর্ম বদল ঘিরে হুড়োহুড়ি শুরু হয় স্টেশনে। এদিকে, এর আগে, মহাকুম্ভে পূণ༒্যস্নানে স্টেশনে ভিড় করেন হাজার হাজার মানুষ। কিন্তু যে দুটি স্পেশ্যাল ট্রেন ছাড়ার কথা ছিল, তা দেরিতে আসে, তার সঙ্গে যোগ হয় ট্রেনের প্ল্যাটফর্ম বদলের ঘটনা। এরপরই এই পদপিষ্টের দুঃসংবাদ উঠে আসে। এদিকে, এককালে দেশের রেলমন্ত্রী থাকা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এই পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে বলেন,' খুবই দুঃখজনক ঘটনা। আমরা সবাই শ্রদ্ধাঞ্জলী অর্পণ করি। রেলের ভুল এটা। রেলের উদাসীনতা, রেলের মিসম্যানেজমেন্টের জন্য এমনটা হয়েছে। রেলের ব্যর্থতা।' তিনি এরইসঙ্♏গে বলেন,'এর দায়িত্ব রেলমন্ত্রীর নেওয়া উচিত।' এরপরই কুম্ভ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আরজেডি প্রধান লালু প্রসাদ বলেন,' আরে কুম্ভের কোনও মানে আছে..!ফালতু কুম্ভ।'
উল্লেখ্য, শনিবার রাত ১০ টা নাগাদ দিল্লি স্টেশনে এই মর্মান্তি🌄ক পদপিষ্টের ঘটনা ঘটে যায়। তার আগে, প্রয়াগরাজের কুম্ভে যোগ দিতে দিল্লি স্টেশনে হাজার হাজার মানুষ ভিড় করেন। তারপরই এই পদপিষ্টের ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে, ঘটনা দিল্লির ১৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে ঘটে। স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস ও ভুবনেশ্বর এক্সপ্রেসের ছাড়ার সময়ই এই কাণ্ড ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রেন ছাড়ার কথা ছিল ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর তা ছাড়ার ঘোষণা শেষ মুহূর্তে হয় ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতির জেরে এই মর্মান্তিক কাণ্ড ঘটে যায়। উল্লেখ্য, এর আগে, প্রয়াগরাজের মহাকুম্ভের চত্বরে মেলার মধ্যে পদপিষ্টের ঘটনা ঘটে। তার জেরে একাধিক জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ছিলেন বাংলারও বেশ কয়েকজন পূণ্যার্থী। এরপর দিল্লি স্টেশনের ঘটনয়া চাঞ্চল্য ছড়ায়।