ট্রেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚন চাপলেন নিউ দিল্লি থেকে। ট্রেনের চাকা গড়াচ্ছে। টিকিট কাশ্মীরের বারামুল্লা পর্যন্ত। আর কয়েকদিন পরেই এটা বাস্তবে রূপ পেতে চলেছে। মোটামুটি জানুয়ারি মাসেই এই ট্রেনের চাকা গড়াতে শুরু করবে। উধমপুর,-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক( USBRL) প্রকল্প শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে।
কেবলমাত্র সাধারণ যাত্রীদের জন্য নয়, পর্যটকদের জন্য এটা অত্যন্ত সুখবর। ভেবে দেখুন, নিউদিল্লি থেকে ট্রেনটি ছেড়ে ক্রমেই এগোতে থাকবে সবুজ প্রান্তর ধরে। ধীরে ধীরে সেট🌞া পাহাড়ি এলাকার উপর দিয়ে যেতে শুরু করবে। ট্রেনের জানালা দিয়ে একবারে বাইরের দিকে তাকিয়ে দেখুন, অপূর্ব সেই দৃশ্য। ছবির মতো সুন্দর চারদিকটা। চেনাব ব্রিজের উপর দিয়ে যাবে এই ট্রেন।
অন্তত ৩৮টি টানেলের উপর দিয়ে এই ট্রেন যাবে। চারপাশে বরফে ঢাকা পাহাড়। তার মধ্যে দিয়ে যাবে এই ট্রেন। বারামুল্লা স্টেশনে ট্রেনটি থামার পরে চারদিকে একবার তাকিয়ে দেখুন। অপূর্ব কাশ্মীর। মন ভালো করে দেওয়া কাশ্মীর।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রেলপথে উদ্বোধন করবেন। এবার রেলপথে যুক্ত হবে উত্তর কাশ্মীরের𒁃 সঙ্গে দেশের রাজধানীর। দীর্ঘদিন ধরে এই স্বপ্ন ছিল বহু মানুষের। অবশেষে এটা সম্ভব হতে চলেছে।