বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নেয়ার কোন দেশে? যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা সংযুক্ত আরব আমিরশাহি ভেবে থাকেন, তাহলে ভুল ভাবছেন। বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নেয়ারের সংখ্যা চিনে। ১. চিনে মোট বিলিয়নেয়ারের সংখ্যা ১,০৫৮ জন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৯৬ জন। ভারতে ১৭৭ জন।২. চিনই বিশ্বের একমাত্র ও প্রথম দেশ, যেখানে বিলিয়নেয়ারের সংখ্যা ১,০০০-এর গণ্ডি পার করেছে।৩. চিনের বিলিয়নেয়ার বৃদ্ধির হারও দ্রুততম। গত পাঁচ বছরেই দ্বিগুণ হয়েছে এই সংখ্যা।৪. চিনের ধনীতম ১০ জনের প্রত্যেকেরই গত অর্থবর্ষে বিপুল হারে ধনসম্পদ বৃদ্ধি পেয়েছে। করোনা পরিস্থিতিতেও সেভাবে কোনও প্রভাব পড়েনিশি জিনপিংয়ের পদক্ষেপ:এই পরিস্থিতির বিরুদ্ধেই এবার পদক্ষেপের ঘোষণা করলেন চিনের প্রেসিডেন্ট। মঙ্গলবার চিনের কেন্দ্রীয় অর্থনৈতিক উপদেষ্টা কমিটি এ বিষয়ে বৈঠক করে। সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়:১. মধ্যবিত্তের সংখ্যা বৃদ্ধি করতে হবে।২. কম আয়ের গোষ্ঠীদের আয়ের পরিমাণ বৃদ্ধি করতে হবে।৩. অতি ধনীদের বেআইনি আয় রোধ করতে হবে।এর জন্য কী কী পদক্ষেপ করা হবে?১. আয়ের সমবণ্টনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোগুলি সাজানো হবে।২. উচ্চ আয়ের গোষ্ঠীদের নিয়ন্ত্রণ ও করব্যবস্থা সঠিকভাবে প্রয়োগ করা।৩. সবচেয়ে কম আয়ের গোষ্ঠীদের আয় বৃদ্ধির ব্যবস্থা করা।৪. উচ্চ আয়সম্পন্ন ব্যক্তি ও সংস্থা যাতে সামাজিক কাজে টাকা ব্যয় করে, তার জন্য উত্সাহ প্রদান।