দিল্লির রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে পড়ার ফলে ডুবে ম🍌ৃত্যু হয়েছে তিন পড়ুয়ার। এই পড়ুয়ারা সকলেই আইএএস পরীক্ষার জন্য ওই সেন্টারে কোচিং নিচ্ছিলেন। কোচিং সেন্টারের বেসমেন্টে থাকা লাইব্রেরিতে পড়ার সময় শনিবার সন্ধায় বৃষ্টির জল ঢুকতে শুরু করে। সেখানে বাকি পড়ুয়ারা বেরিয়ে গেলেও তিন জন বেরিয়ে আসতে পারেননি। ফলে জলে ডুবে মৃত্যু হয় ওই তিন জনের। মৃত পড়ুয়াদের নাম হল তানিয়া সোনি (২৫), শ্রেয়া যাদব (২৫) এবং নেভিন দালউইন (২৮)। এই ঘটনাকে কেন্দ্র 🥃করে রীতিমতো উত্তপ্ত দিল্লি রাজেন্দ্রনগর। শনিবার থেকেই বিক্ষোভ করেন পড়ুয়ারা। আর সেই বিক্ষোভ তুলতে গিয়ে পড়ুয়াদের প্রতি আবেগঘন আবেদন করলেন দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার শচীন শর্মা।
আরও পড়ুন: ‘আইন মানেনি’ IAS কোচিং সেন্টার, কীভাবে ডুবে যান ৩ জন? বে♚ঁচে ফিরেও কাঁপছেন পড়ুয়া
অতিরিক্ত ডেপুটি কমিশনার পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, ‘তিনজন মারা গিয়েছেন। আমরা কোনও কিছু গোপন করছি না। আমরা আপনাদের আশ্🌳বাস দিচ্ছি আইনিভাবে যা করা সম্ভব তা আমরা করব। তদন্ত চলছে। আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি। কারণ আমিও আপনাদেরই অংশ। একসময় আপনাদের মতোই ছিলাম। আপনারা কী অনুভব করছেন তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। কারণ আমিও একই অবস্থার মধ𒅌্যে দিয়ে যাচ্ছি। ভাববেন না যে আমি উর্দি পড়ে আছে বলে কিছু অনুভব করছি না। আমিও অনেক কিছু অনুভব করছি। কিন্তু, আমারও কিছু দায়িত্ব আছে। আমি আশা করি আপনারাও খুব শীঘ্রই এই দায়িত্বগুলি পেয়ে যাবেন।’