এক ভয়াবহ গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য বিজেপি শাসিত গুজরাট♚ে। সেখানে নর্মদা জেলার কেওড়িয়ায় ‘স্ট্যাচু অফ ইউনিটি’র কাছেই রয়েছে ‘আদিবাসী সংগ্রহশালা’। সেই সংগ্রহশালায় চুরির সন্দেহে দুই আদিবাসী যুবককে ৬ জন মিলে পিটিয়ে খুন𒆙 করে বলে অভিযোগ। মৃতরা জয়েশ তেওড়ি ও সঞ্জয় তেওড়ি বলে জানা গিয়েছে।
গত ৬ অগস্ট গুজরাটে এই দুই আদিবাসীর মৃত্যু হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ৬ নির্মাণ কর্মীর এক গোষ্ঠী মিলে ওই ২ জনকে মারধর করে। খবর, সঞ্জয়কে বেঁধে মারধর করা হয়। সঞ্জয় গভন গ্রামের বাসিন্দা ছিলেন। জয়েশকেও সেভাবেই মারধর করা হয়, বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলেই জয়েশের মৃত্যু হয়েছে। তবে সঞ্জয় প্রথমে আহত অবস্থায় ছিলেন। পরে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রাতে মারধরের পর স🐲ঞ্জয়কে রাজপিপলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় সঞ্জয়ের। মৃত্যুর আগে সঞ্জয় তিওড়ি বয়ান দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন পরিস্থিতির কথা।
( NEET PG 2024: ‘নিট পিজি ২০২৪-র প্রশ্নই তৈরি 🐻হওয়া বাকি এখনও’, পেপার 'লিক হয়েছে' দাবি উঠত⛦েই জবাব সরকারি সংস্থার)
( Earthquake in Japan Tsunami Warning: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি༒ সুনামি সতর্কতা! রিখটার 🍎স্কেলে কম্পনের মাত্রা ৭.১)
( Gold and Silver P🧜rice in Kolkata Today:টানা ৩ দিনে দাম ཧকমার হ্যাটট্রিক সোনার! কলকাতায় লক্ষ্মীবারে সস্তা হলুদ ধাতু, রুপোর)
পুলিশ জানিয়েছে, হাসপাতালে অসুস্থ অবস্থাতেও গোটা পরিস্থিতির কথা জানান সঞ্জয়। তিনি জানিয়েছেন, সঞ্জয় পেশায় ছিলেন 🙈খেত মজুর। তিনি রাতের দিকে নির্মাণস্থলে গিয়েছিলেন। সেখান থেকে কিছু ধাতুর টুকরো꧑ কুড়িয়ে নিতে গিয়েছিলেন। ওই ধাতুর টুকরো চুরি করে তিনি বিক্রি করতে চেয়েছিলেন। তিনি জানান, তাঁরা পাকড়াও হয়ে যান। আর পাকড়াও হতেই তাঁদের বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই জয়েশের মৃত্যু হয়। সঞ্জয়কে বেঁধে মারধর করা হয়। তিনি সেখানেই অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
( Video: 'মিস্টার ডেরেক ও ব্রায়ান.. কোন সাহসে আপনি..' রাজ্যসভায় ক্ষোভে ফুঁসে উঠলেন ধনখড়! কো💃ন প্রসঙ্গে?)
এদিকে, অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে। এদিকে, ভারুচ আসনের বিজেপি সাংসদ মনসুখ বাসবা জানিয়েছꦆেন, সংস্থার তরফে মৃতদের পরিবরকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।&nbs🤪p;