সম্প্রতি দুর্গা প্রতিমা বিসর্জন যাত্রার সময় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের বাহরাইচে। হিংসার সময় গুলিতে এক ২২ বছর বয়সি যুবকের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছিল। এবার সামনে এল রাম গোপাল মিশ্র নামক সেই যুবকের ময়নাতদন্তের রিপোর্ট। জানা গিয়েছে, সেই যুবকের দেহে ৩০টি ছররা গুলির আঘাতের চিহ্ন মিলেছে। এই আবহে সোমবার রাম গোপালের শেষকৃত্বের সময় আগত মানুষজন এলাকায় তাণ্ডব চালান। হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকায় ভাঙচুর চালানো হয়। একটি প্রাইভেট হাসপাতালেও ভাঙচুর হয়। একটি গাড়ির শোরুমে আগুন ধরিয়ে দেওয়াহয়। (আরও পড়ুন: মোদীর কড়াඣ পদক্ষেপ, এরপরই ভারতের বন্ধু রাষ্ট্রের কান ভাঙানোর চেষꦡ্টা ট্রুডোর)
আরও পড়ুন: ভোট প্রচারে খয়রাতির প্রতিশ্রুতি মামলায় এবার কেন্দ্র-নির্বাচন কমিশনকে নোটিশ SꦗC-র
আরও পড়ুন: 'CC1'-কে গ্রেফতার করেছে দিল্লি, পান্নুন হত্যা ছকে ভারতের তদন্তে স♛ন্তুষ্ট আ🔴মেরিকা
রিপোর্টে দাবি করা হয়েছে, মাতৃ প্রতিমা নিয়ে যাওয়ার সময় ভাসান যাত্রায় যে গান চালানো হচ্ছিল, তা ঘিরেই হিংসার সূত্রপাত ঘটেছিল। আর এর জেরেই রক্ত ঝরে বিসর্জনের সময়। এদিকে এই হিংসার জেরে আরও প্রায় ৬ জন জখম হয়েছেন বলে খবর মিলেছে। অনেকেই পাথরের আঘাতে জখম হয়েছেন বলে খবর। এদিকে এই ঘটনায় ৩০ জনকে আটক করেছে পুলিশ। নিষ্ক্রিয়তার অভিযোগের ভিত্তিতে দুই পুলিশ অফিসারকে সাসপেন্ডও করা হয়েছে। এই হিংসার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়ে নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে আদিত্যনাথ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দোষীদের কোনও ভাবেই রেহাই দেওয়া হবে না। হিংসা ছড়ানোর নেপথ্যে যাদের হাত আছে তাদের সকলকে কড়া শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যোগী। এদিকে ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ। (আরও পড়ুন: পাকিস্তানে পা রেখেই শেহ🌃বাজের নিমন্ত্রণে নৈশভোজে য💮েতে পারেন জয়শংকর: রিপোর্ট)
আরও পড়ুন: 'অত্যন্ত সংবেদনশীল...', ভাꦺরত-কানাডা সংঘাতের আবহে মোদীকে🔯 বার্তা কংগ্রেসের
আরও পড়ুন: প্যানগং সো-র কাছে বিশাল ঘাঁটি চ♊িনের, খাঁ খাঁ করা জমিতে ৮ মাসেই উঠল ৭০ বিল্ডিং
রিপোর্টে দাবি করা হয়েছে, এই হিংসার ঘটনাটি ঘটেছে বাহরাইচের মনসুর গ্রামের মহারাজগঞ্জ বাজার এলাকায়। ভাসান শোভাযাত্রায় অংশ নিয়েছিল সেই রাম গোপাল। বিসর্জনেন মিছিল যখন বাজার এলাকা দিღয়ে এগিয়ে যাচ্ছিল, তখন রাম গোপালকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। গুলিবিদ্ধ অবস্থয় রাম গোপালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে রাম গোপালের। এর পর উত্তেজিত জনতা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পাথর ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। এর জেরে জখম হন বেশ কয়েকজন।
আরও পড়ুন: সরকারি কর্মীদের লক্ষ্মীলাভ, বোনাস নিয়ে জারি বড় নির্দেশিকা, জানুন বি𓃲শদ