বিহারের আরা জেলায় গ্রাহক সেজে তাবড় সোনার দোকানে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির কাণ্ডে ২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এরপর ধৃতদের ♎জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য় সামনে এসেছে। বিহার পুলিশের তথ্য অনুযায়ী, বাঁকুড়ার জেলে বন্দি বিহারের গ্যাংস্টার চন্দনই ওই সোনার দোকান লুটের মাস্টারমাইন্ড। জেলে বসেই সে এই দোকান লুটের ছক কষেছে।
বৈশালীর বিদুপুরের বাসিন্দা গ্যাংস্টার চন্দন বর্তমানে বাঁকুড়ায় এক জেলে বন্দি। সেখানে বসেই জেলের মধ্যে থেকে সে এই সোনার দোকান লুটের ছক কষেছে বলে, ধৃতদের জেরায় জানতে পেরেছে বিহার পুলিশ। চন্দন ওরফে প্রিন্সের নাম ধৃত কুণাল কুমার ও বিশাল গুপ্তা পুলিশকে জানিয়েছে জেরায়, বলে খবর। উল্লেখ্য, এনকাউন্টারে তারা আহত হওয়ার পর এই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বিহারের আরায় গোপালি চক এলাকায় তাবড় সোনার দোকানে গ্রাহক সেজে গিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এরপরই অ্যাকশনে নামে পুলিশ। তারপর গ্রেফতার হয় দুই অভিযুক্ত। তাদের কাছছ থেকে ১০ টি বুলেট, ২ টি পিস্তল, সোনার দো🦩কান থেকে লুট হওয়া ২ টি ব্যাগ বোঝাই সোনা উদ্ধার করেছে পুলিশ। একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত হয়েছে।
( Bangladeshi:মাথা পিছু ১৫ হাজার টাকা দালালকে দিয়ে ভু♔য়ো আধারকার্ড নিয়ে ভারতে আসতেই ধৃত ৫ বাংলাদেশি, যাচ্ছিলেন কোন রুটে ?)