বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত দুই অতিথির বেয়াড়া আচরণের বড় খেসারত দিতে হল! কারণ, বিয়েবাড়ির শোভাযাত্রা চলাকালীন চলন⭕্ত চার চাকার গাড়ির সানরুফ খুলে আতসবাজি পোড়াচ্ছিলেন ෴ওই দুই অতিথি। যার জেরে আস্ত গাড়িতেই আগুন লেগে যায়! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহারানপুর জেলায়।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার রাতে স্থানীয় গ🀅ণদেবরা গ্রাম থেকে শুরু হয় ওই বিয়ের শোভাযাত্রা। গন্তব্য ছিল﷽ - দেরাদুন। সেই সময় মাঝপথেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা।
সবথেকে বড় কথা হল, এই অগ্নিকাণ্ডের জেরে কার্যত মরতে বসেছিলেন ওই 𝓀দুই যুবক। কারণ, তাঁদের গায়েও আগুন লেগে যায়। তবে, বরের দাদা মহম্মদ জাভেদের চেষ্টায় প্রাণে বেঁচে যান তাঁরা। এই পুরো ঘটনা রেকর্ড হয়ে যায় কোনও এক প্রত্যক্ষদর্শীর মোবাইলের ভিডিয়ো ক্যামেরায়।
ইতিমধ্যেই সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরা💎ল হয়েছে। তাতে দেখা🦋 যাচ্ছে, গাড়িটি বিয়েবাড়ির শোভাযাত্রার পিছন পিছন ধীর গতিতে এগোচ্ছে। আর, সাদা রঙের সেই গাড়ির সানরুফ খুলে আতসবাজি ফাটিয়ে চলেছেন দুই যুবক।
হঠাৎই সেই আতসবাজির আগুন উপরে যাওয়ার বদলে নীচে নেমে আসে। সরাসরি সানরুফের খোলা অংশ দিয়ে ঢুকে গাড়ির ভিতর। মুহূর্তে ভিতরের অংশে আগুন ছড়িয়ে পড়ে। গাড়ির দরজা খুলে ভিতরে থাকা 🥀লোকজন নেমে পড়েন।
কিন্তু, ওই দুই যুবকের পোশাকেও ততক্ষণে আগুন লেগে গিয়েছে। এই দৃশ্য দেখে বরের দাদা সেদিꦕকে দৌড়ে যান। জ্যাকেট আড়াল কর💝ে নিজেকে আগুন থেকে বাঁচান। তিনি বাকি দুই যুবককেও গাড়ি থেকে টেনে বের করে আনেন।
সোশাল মিডি𝕴য়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা মন্তব্য করছে✱ন। প্রায় সকলেই বেআক্কেলের মতো গাড়ির সানরুফ খুলে এভাবে বাজি পোড়ানোর জন্য ওই যুবকের সমালোচনা করেছেন।
অধিকাংশেরই মত হল, ওই দুই যুবক যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে তাঁরা নিজেরা তো মরতে বসেই ছিলেন, উপরন্তু তꦜাঁদের জন্য পথচলতি মানুষ এবং গাড়ির ভিতরে থাকা অন্য যাত্রীদেরও প্রাণসংশয় দেখা দিয়🃏েছিল।
উলটো দিকে, বরের দাদা যেভাবে নিজের প্র♕াণের ঝুঁকি নিয়ে হলেও ওই দুই যুবকের জীবন বাঁচিয়েছেন, তাঁর এই সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির নেটিজেনরা প্রশংসা করছেন।
এই বিষয়ে পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই ভিডিয়ো দেখে পদক্ষেপ করা হয়েছে। ওই গাড়িꦺর মালিক মহম্মদ উসমানের বিরুদ্ধে চালান কাটা হয়েছে। পাশাপাশি, মোটর ভেহিকল আইন অনুসারে, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।