বাংলা নিউজ > ময়দান > এশিয়ান গেমস ২০২৩ > Asian Games, Day 11: বুধবার ৩টি সোনা সহ এল মোট এক ডজন পদক, ১০০ পদকের স্বপ্ন পূরণ হবে?
Asian Games, Day 11: বুধবার ৩টি সোনা সহ এল মোট এক ডজন পদক, ১০০ পদকের স্বপ্ন পূরণ হবে?
1 মিনিটে পড়ুন Updated: 04 Oct 2023, 03:25 PM ISTTania Roy
Asian Games Updates: আপাতত ৮১টি পদক (১৮টি সোনা, ৩১টি রুপো ও ৩২টি ব্রোঞ্জ) এসেছে। হাতে মাত্র চার দিন (কার্যত তিনদিন) থাকা অবস্থায় কীভাবে ১০০টি পদকের গণ্ডি পেরিয়ে যেতে পারবে ভারত, দেখে নিন পুরো হিসাব।
বুধবার এশিয়ান গেমস থেকে ৩টি সোনা, ৫টি রুপো ও ৪ট𒈔ি ব্রোঞ্জ-সহ মোট ১২টি পদক জেতে ভারত। সার্বিকভাবে চলতি এশিয়ান গেমসে ভারত এখনও পর্যন্ত ১৮টি সোনা, ৩১টি রুপো ও ৩২টি ব্রোঞ্জ-সহ মোট ৮১টি পদক জিতেছে। এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের সব থেকে বেশি পদক জয়ের সর্বকালীন রেকর্ড এটি। টিম ইন্ডিয়া টপকে যায় ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে নিজেদের ৭০টি পদক জয়ের রেকর্ডকে। ভারত 🎀সব থেকে বেশি সোনা ও রুপো জিতেছে এবারই। আপাতত মেডেল তালিকায় ভারত রয়েছে চিন, জাপান ও কোরিয়ার পিছনে চার নম্বরে।
04 Oct 2023, 03:25 PM IST
Asian Games, Day 11 Live, Kabaddi- সেমিতে ভারতীয় দল
Kabaddi: ভারত ৫৪-২২ থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠল। থাইল্যান্ডের বিরুদ্ধে দাপটের সঙ্গেই জিতেছে ভারত। এখন কাবাডি টিমের ফাইনালে ওঠার অপেক্ষায় গোটা দেশ। সেম꧒িফাইনালে নেপালের মুখোমুখি হবে তারা।
04 Oct 2023, 03:21 PM IST
Asian Games, Day 11 Live, Hockey- ফাইনালে ভারতের পুরুষ হকি টিম
Hockey: এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে পৌঁছে গেল ভারত। সোনা জয়ের স্বপ্ন দে🐼খাচ্ছেন হরমনপ্রীত সিংরা। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারিয়ে সোনা জয়ের ম্যাচে নিজেদের জায়গা পাকা করল ভারতীয় দল। গোল করলেন মনদীপ সিং, হার্দিক সিং, অমিত রোহিদাস,ꦫ ললিত উপাধ্যায় এবং অভিষেক। ফাইনালে ভারত খেলবে চিন বনাম জাপান ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।
04 Oct 2023, 01:39 PM IST
Asian Games, Day 11 Live, Boxing- রুপো পেলেন লভলিনা
Boxing: মহিলাদের ৭৫ কেজিতে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনা বরগোঁহাইকে। তিনি চিনের লি কিয়ানের কাছে হেরে রুপো পেলেন। স👍োনার প্রত্যাশা পূরণ করা হল না লভলিনার।
04 Oct 2023, 12:10 PM IST
Asian Games, Day 11 Live, Boxing- ব্রোঞ্জেই থামলেন পারভিন হুডা
Boxing: মহিলাদের ৫৪-৫৭ কেজির সেমিফাইনালে ব্রোঞ্জ জিতেছেন পারভিন হুডা। পারভিন সেমিফাইনালে চাইনিজ তাইপেইয়ের লিন ইউ টিং-এর কাছে হেরে গিয়েছে। লিন ইউ টিং সর্বসম্মত সিদ্ধান্তে জিতেছে এবং ফাইনালে উঠেছে। পারভিনকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল। তবে তিনি ব্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরোঞ্জ পদক পাওয়ার পাশাপাশি প্যারিস অলিম্পিক্সের জন্য ছাড়পত্রও জোগাড় করে ফেলেছেন।
04 Oct 2023, 12:05 PM IST
Asian Games, Day 11 Live, Squash: মিক্সড ডাবলসে ব্রোঞ্জ আনাহত-অভয়ের
Squash: মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পেলেন আনাহত সিং-অভয় সিং জুটি। মালয়েশিয়ার আইফা বিনতি আজমান এবং মহম্মদ সাফিক বিন মহম্মদ কামালের বিরুদ্ধে প্রথম রাউন্ড জেতে ভারত। দ্বিতী রাউন্ডে আবার তারা বাজে ভাবেহারে। শেষ রউন্ডে হয় হাড্ডাহাড্ডি লড়াই। একটা সময়ে শেষ রাউন্ডে ৫-৪ ভারতীয়দের লিড ছিল, সেখান থেকে তারা লিড বাড়িয়ে ৭-৪ করে। তবে মালয়েশিয়ান জুটি পরপর দুই পয়েন্ট নিয়ে ব্যবধান কমিয়ে দেয়। এদিকে ভারতীয় জুটি ফের ৯-৬ লিড বাড়ায়। কিন্তু এখানেই লড়াইয়ের শেষ নয়। মালয়েশিয়ান জুটি ৯-৯ করﷺে ফেলে। শেষ পর্যন্ত মালয়েশিয়ার ১১-৯ শেষ রাউন্ডও জিতে যায়। ভারতীয়দের জন্য এচা যন্ত্রণার। শেষ রাউন্ডে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-২ (১১-৮, ২-১১, ৯-১১) হারল তারা। ব্রোঞ্জেই থামল ভারতীয় জুটির লড়াই।
04 Oct 2023, 10:38 AM IST
Asian Games, Day 11 Live, Squash: ফাইনালে দীপিকা-হরিন্দর
Squash: দুরন্ত ছন্দে ফাইনালে পৌঁছে গেল দীপিকা-হরিন্দর জুটি। মিক্সড ডাবলসের সেমিফাইনালে হংকংয়ের জুটিকে ২-১ ব্যবধানে হারালেন দীপিকা-হরিন্দর। প্রথম গেমে ৭-১১ ব্যবধানে হেরেছিলেন দীপিকারা। পরের দুই গেমে অবশ্য জেতে ভারতীয় জুটি। শেষ পর্যন্ত ৭-১১, ১১-৭, ১১-৯ ব্যবধান𒆙ে হংকংয়ের জুটিকে হারিয়ে রুপো নি🍃শ্চিত করলেন দীপিকা-হরিন্দর।
04 Oct 2023, 10:37 AM IST
Asian Games, Day 11 Live, Cricket- শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে আফগানরা
Asian Games, Day 11 Live, Wrestling- সেমিতে হারলেন সুনীল
Wrestling: সেমিফাইনালে হেরে বসলেন সুনীল কুমার। তবে তাঁর সামনে এখনও পদক জয়ের সম্ভাবনা থাকছে। তাঁকে এখন লড়তে হবে ব্রোঞ্জ পদকের জন্য। সুনীল পুরুষদের ৮৭কেজি গ্রেকো রোমান বিভ💞াগের সেমিফাইনালে ইরানের নাসেরের কাছে হেরে যান। তিনি আজ দুপুরে ব্রোঞ্জ পদক ম্যাচে খেলবেন সুনীল কুমার।
ভারত এখনও পর্যন্ত মোট ৭১টি পদক পেয়েছে। বুধবার সকালেই ভারতীয় ক্রীড়াবিদরা জাকার্তার সাফল্যকে টপকে গেলেন হ্যাংঝুতে। জাকার্তায় ভারতের মোট পদকের সংখ্যা ছিল ৭০টꦅি। হ্যাংঝুতে এখনও পর্যন্ত ৭১টি পদক এসেছে। এই সংখ্যা নিঃসন্দেহে অনেকটাই বাড়বে।
04 Oct 2023, 09:48 AM IST
Asian Games, Day 11 Live, Race Walk- ব্রোঞ্জ মিক্সড টিম ইভেন্টে
Race Walk Mixed Team Event: ৩৫ কিমি হাঁটায় মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেল ভারত। রাম বাবু এবং মঞ্জু রানি ব্রোঞ্জ পেলেন ৩৫ কিমি হাঁটা মিক্সড টিম ইভেন্টে। ৭০তম পদক হয়ে গেল ভারতের। ৫:৫১:১৪ সেকেন্ডের সম্মিলিত সময়ে পাঁচ দলে🔜র মধ্যে তৃতীয় স্থানে শেষ করে ভারত। সেই সঙ্গে তারা ব্রোঞ্জ পায়।
04 Oct 2023, 09:44 AM IST
Asian Games, Day 11 Live, Wrestling- সেমিতে সুনীল কুমার
Wrestling: এশিয়ান গেমসে পুরুষদের গ্রেকো-রোমানের ৮৭ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন সুনীল কুমার। তিনি তাজাকিস্তানের কুস্তিগি꧟রকে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে হারিয়েছে🍎ন।
Asian Games, Day 11 Live, Kabaddi- বড় জয় পুরুষ দলের
Men’s Kabaddi: ভারত তার দ্বিতীয় গ্রুপ-এ-র ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৬৩-২৬ বড় জয় ছিনিযে নিয়েছে। এই নিয়ে পরপর ২ ম্যাচ জিতল ভারতের ছেলেরা। এর আগে বাংলাদ𒁏েশকে ৫৫-১৮ হারিয়েছিল।
04 Oct 2023, 06:49 AM IST
Asian Games, Day 11 Live- বড় লিডে এগিয়ে ভারতের পুরুষ কাবাডি দল
Men’📖s Kabaddi: থাইল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশাল লিড পেল। ভারতীয় দল তাদের দ্বিতীয় গ্রুপের ম্যাচে বিরতিতে থাইলꦚ্যান্ডের বিরুদ্ধে ৩৭-৯ এগিয়ে রয়েছে।
04 Oct 2023, 06:47 AM IST
দশম দিনের পর সর্বমোট পদক তালিকা
মঙ্গলবার, দশম দিনের🥀 পর ভারতের জুলিতে রয়েছে মোট ৬৯টি পদক। তার মধ্যে ১৫টি স🦋োনা, ২৬টি রুপো এবং ২৮টি ব্রোঞ্জ পদক রয়েছে। ভারত দশম দিনের শেষে পদক তালিকায় চতুর্থ স্থানে ছিল।
ব্যাডমিন্টন: পুরুষদের সিঙ্গলস রাউন্ড অফ ১৬ (এইচএস প্রণয়, কিদম্বি শ্রীকান্ত), সকাল ৭.৩০ থেকে। মেয়েদের সিঙ্গলস রাউন্ড অফ ১৬ (পিভি সিন্ধু) সকাল ৭.৩০, পুরুষদের ডাবলস রাউন্ড অফ ১৬ (চিরাগ শেঠি-সাত্বিকসাইরাজ), সকাল ৭.৩০। ম🀅েয়েদের ডাবলস রাউন্ড অফ ১৬ (গায়ত্রী গোপীচাঁদ/ তৃষা জলি, অশ্বিনী পোনাপ্পা/তণিশ⛎া ক্রেস্টো) সকাল ৭.৩০।
স্পোর্ট ক্লাইম্বিং: পদকের ইভেন্ট- মেয়েদের স্পিড রিলে, সকাল ৯.০৫ থেকে।
স্কোয়াশ: মিক্সড ডাবলস সেমিফাইনাল ভারত বনাম হংকং চিন, সকাল ৯.৩০টা, মিক্সড ডাবলস সেমিফাইনাল, ভারত ব﷽নাম হংকং চিন, সকাল ৯.১৫। মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনাল, সকাল ১০.৩০। পুরুষদের সিঙ্গলস সেমিফাইনাল, দুপুর ৩.৩০ থেকে।
ভলিবল: মেয়েদ✃ের প্রাথমিক পর্ব পুল জি, ভারত বন🌠াম নেপাল, সকাল ৮টা।
কুস্তি: পদকের ইভেন্ট-পুরুষদের গ্রেকো রোমান ৬০কেজি, ৬৭ কেজি, ৭৭ কেজি, ৮৭ কেজি। 🌺সকাল ৭.৩০ থেকে।
04 Oct 2023, 06:28 AM IST
দশ দিনের ফল
সপ্তাহের প্রথম দিন এসেছিল ৭টি পদক। তবে একটিও সোনা ভারতে আসেনি। আজ, মঙ্গলবার ভারতে এল মোট ৯টি পদক। তার মধ্যে রয়েছে ২টি সোনা। মেয়েদের ৫০০০মিটারে সোনা জিতেছেন পারুল চৌধুরি। এবং মহিলাদের জ্যাভল🎃িন থ্রো থেকে অন্নু রানি সোনা জিতেছেন। ডেকাথলনে রুপো পয়েছেন তেজস্বিন শঙ্কর ও পুরুষদের ৮০০ মিটারে রুপো পেয়েছেন মহম্মদ আফজল। এ ছাড়া আজ এসেছে ৫টি ব্রোঞ্জ পদকও। অর্জুন সিং ও সুনীল সিং, প্রীতি পাওয়ার, বিথ্যা রামরাজ, প্রবীণ চিত্রভেল, নরেন্দ্র বেরওয়াল ব্রোঞ্জ জেতেন। সবমিলিয়ে দশম দিনের শেষে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৬৯টি।