সেই ৬ এপ্রিল থেকে এই সন্ধ্যাটার জন্য অপেক্ষা করছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। আর শনিবার যখন সেই সন্ধ্যাটা এল, তখন বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন সাদা-কালো ব্রিগেডের ফুটবলাররা। ‘জান জান মহমেডান’ স্লোগানের মধ্যে আই লিগের ট্রফিটা পেয়ে তাঁরা উদ্বেলিত হয়ে উঠলেন। ট্রফি নিয়ে পোজ দিতে থাকেন খেলোয়াড়রা। প্রত্যেকেই একবার ট্রফিটা হাতে নিয়ে সেটার অনুভূতি পেতে ▨চাইছিলাম। সেইসবের মধ্যেই আই লিগের ট্রফির মাথাটা (মুকুট বলাই যায়) খুলে পড়ে যায়। মাটিতে খুলে পড়ে যাওয়ার পরে সেটা আবার কুড়িয়ে ট্রফির মাথায় বসিয়ে দেওয়া হয়। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কেউ-কেউ মজা করে বলেছেন, ‘ভাঙা আই লিগ।’
সমর্থকদের উচ্ছ্বাস
সেইসবের মধ্যেই আই লিগ ট্রফ𒁃ি নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বেরিয়ে ক্লাবতাঁবুর উদ্দেশে রওনা দেন মহমেডানের ফুটবলাররা। কোচ আন্দ্রে চের্নিশভ ছাড়া পুরো সাদা-কালো ব্রিগেড বাসে ছিলেন। কার্যত 'গার্ড অফ অনার' দিয়ে টিমবাসকে ক্লাবের তাঁবুতে পৌঁছে দেয় ২০০টি বাইক। মহমেডান ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে সাতদিন ক্লাবের লনেই স🎀মর্থকদের জন্য রাখা থাকবে স্বপ্নের আই লিগ ট্রফি।
আরও পড়ুন: ISL: ঘরের মাঠে খেলা, তাই শিল্ড জয়েꩵর সেরা সুযোগ, হুংকার মোহনবাগানের অনিরুদ্ধ থাপার
আইএসএলের পরিকল্পনা শুরু মহমেডানের
আই লিগ জয় উদযাপনের মধ্যেই আগামী মরশুমের আইএসএলের জন্য ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। শনিবার রাতে দেশে ফিরে যাওয়ার আগে মহমেডানের কোচ জানান, কোন কোন খেলোয়াড় আগামী মরশুমেও দলে থাকবেন, সেটা আগে দ🍒েখতে হবে। সেইমতো এগিয়ে যাবেন তাঁরা। তবে ইতিমধ্যে একাধিক নয়া খেলোয়াড়কে 'টার্গেট' করে ফেলেছেন। সেই বাছাই করা খেলোয়াড়দের নাম ইতিমধ্যে ক্লাব কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছেন বলে জানিꦯয়ে দিয়েছেন মহমেডানের কোচ।
আরও পড়ুন: মহমেডান বলেছিল টাকা দিয়ে𓃲 ISL খেলবে না, সেটাই করে দেখিয়েছে'-মানস ভট্টাচার্য
আইএসএলের জন্য কত টাকার টিম নামাবে মহমেডান?
সাদা-কালো ব্রিগেডের বিনিয়োগকারী সংস্থা সূত্রে খবর, আইএসএলের জন্য ভালো দল তৈরি করার ক্ষেত্রে কোনওরকম কার্পণ্য করা হবে না। শুধু আইএসএলে উঠেই থেমে যেতে চায় না সাদা-কালো ব্রඣিগেড। ভালো পারফরম্যান্স মেলে ধরতে চায়। সেজন্য আগামী মরশুমে মহমেডানের বাজেট প্রায় ৪০ কোটি টাকা হবে বলে বিনিয়োগকারী সংস্থা সূত্রে খবর। ক্লাবের একটি মহলের তরফে দাবি করা হয়েছে, দলের আক্রমণভাগকে শক্তিশালী করতে একজন তারকা বিদেশি স্ট্রাইকারের জন্য ঝাঁপানো হতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।