সার্বিয়া জানিয়েছিল, ডাকুর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইউরে🔯া ২০২৪-এর বাকি ম্যাচগুলো না খেলে দে♒শে ফিরে যাবে তারা৷ আলবেনিয়ার ফরোয়ার্ড মিরলিন্ড ডাকুকে ইতিমধ্যে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা৷
রবিবার ইউরোপিয়ান ইউনিয়ন ফুটবল অ্যাসেসিয়েশন (উয়েফা)-র এক কর্মকর𒁏্তা ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মেগাফোন হাতে নিয়ে ‘উগ্র জাতীয়তাবাদী’ স্লোগান দেওয়ায় ডাকুর বিরুদ্ধে এ শাস্তির কথা জানান৷
এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে মাঠে একটু বেশি অনভিপ্রেত ঘটনা দেখার আশঙ্কা নিয়ে৷ কারণ, চলতি আসরে অংশ নিচ্ছে বলকান অঞ্চলের সবচেয়ে বেশি দেশ৷ সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়া এক সময় ছিল সাবেক যুগোস্লোভিয়ার অংশ৷ এছাড়া আলবেনিয়াও বাছাই পর্ব পার হওয়ায় চূড়ান্ত পর্বে এই চার দেশের কিছু ম্যাচে কিছু অপ্রীতিকর ঘটনা যে🍸 ঘটতে পারে তা অনেকেরই অনুমানে ছিল💃৷
‘অপ্রীতিকর' ঘটনার কারণে আলবেনিয়া শিরোনামে আসে ইউরো ২০২৪ শুরুর সঙ্গে-সঙ্গেই৷ সম﷽র্থকরা আপত্তিকর এবং উত্তেজক বার্তা বিনিময় করায় আলবেনিয়াকে ১০ হাজার ইউরো জরিমানা করে উয়েফা৷
এছাড়া ক্রোয়েশিয়ার সঙ্গে নিজেদের প্রথম ম্যাচের দিন ডাকুর স্লোগান ও সমর্থকদের আতসব♚াজি নিয়ে মাঠে প্রবেশ-সহ আরও কিছু ঘটনার কারণে মোট ৪৭ হাজার ইউরো (প্রায় ৫০ হাজার ডলার) জরিমানা করা হয়৷ সমর্থকদের উশৃঙ্খলতার জন্য ক্রোয়েশিয়াকেও ২৮ হাজার ইউরো জরিমানা করে উয়েফা৷
তবে খেলোয়াড় হয়েও ইউরোর মতো আসরে মেগাফোন হাতে উগ্র স্লোগান দে⛦ওয়ায় সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন মিরলিন্ড ডাকু৷ ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচ শেষে ‘হত্যা কর, সার্বদের হত্যা করে'-সহ আরেও কিছু উগ্র জাতীয়তাবাদী স্লোগান দেওয়া ডাকু অবশ্য ইতিমধ্যে আবেগপ্রবণ হয়ে এমন আচরণ করায় ক্ষমা চেয়েছেন৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখ♌েছেন, ‘আর ১০ জন ফুটবলারের মতো আমারও কিছু মুহূর্তে আবেগ অন্য মাত্রায় চলে যায়৷ বিষয়টি যাঁরা মাঠে যান, তাঁরা ভালো বুঝতে পারবেন৷ জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি এবং এমন সব সমর্থক, যাঁরা আমাদের অপরিমেয় ভালোবাসা দেন, তাঁদের জন্য খেলার অনুভূতি ভাষায় প্রকাশ করা খুব কঠিন৷'
মিরলিন্ড ডাকু এর আগে ছিলেন কসভোর খেলোয়াড়৷ এক বছর আগে আলবেনিয়ার হয়ে খে🍷লতে শুরু করেন তিনি৷
(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও♎ প্রতিনিধি এই প্রতিবেদন ল🦂েখেননি।)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।