꧑ এসিসি মেনস ইমার্জিং কাপের ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের ‘এ’ বিরুদ্ধে কেঁপে গেল ভারত ‘এ’ দলের ব্যাটিং অর্ডার। একমাত্র যশ ধুল হাফসেঞ্চুরি করলেন। বাকিদের বেহাল দশা। টিম ইন্ডিয়াকে মাত্র ২১১ রানে গুটিয়ে দিয়েছে সইফ হাসানের নেতৃত্বাধীন দল। নির্ধারিত ৫০ ওভারও খেলতে পারেনি ভারতের ছোটরা। ৫ বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় যশ ধুলের টিম। স্বভাবতই জেতার জন্য বাংলাদেশকে খুব একটা বড় লক্ষ্যও দিতে পারেনি ভারত। ফাইনালে উঠতে ভারতের ভরসা এখন বোলাররা।
🥀শুক্রবার (২১ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দলের মাত্র ২৯ রানের মাথাতেই প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার সাই সুদর্শন ২৪ বলে ২১ রান করে তানজিম হাসান শাকিবের বলে আকবর আলিকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার। এর কিছুক্ষণ পরে ঘটে বিতর্কিত এক ঘটনা। রাকিবুল হাসানের বলে নিকিন জোসকে স্টাম্পিং করেন আকবর আলি। তৃতীয় আম্পায়ার প্রথমে আউটের সিদ্ধান্তও দিলেও, পরক্ষণেই সিদ্ধান্ত বদল করেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
𒀰আরও পড়ুন: কী ভাবে গাইড করছেন রোহিত ভাইয়া, জুটির সাফল্যের রেসিপি ফাঁস করলেন যশস্বী
ღনিকিন জোস সেই সময়ে ৯ রানে ব্যাট করছিলেন। তখন দলের রান ছিল ৪৭। জীবনদান পেয়েও যে আহামরি কিছু করেছেন নিকিন, তা নয়। তিনি ব্যক্তিগত ১৭ (২৯) রান করে আউট হন। দলের রান তখন ৭৫ ছিল। অধিনায়ক সাইফ হাসানের বলে জাকির হাসানকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। স্কোর বোর্ডে আরও চার রান যোগ হওয়ার পরেই বিদায় নেন আর এক ওপেনার অভিষেক শর্মা। তিনি ৬৩ বলে করেন ৩৪ রান করেন। যা এদিন ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতী. সর্বোচ্চ। অভিষেক ২টি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন। রাকিবুল হাসানের বলে তানজিম হাসান শাকিব তাঁর ক্যাচ ধরেন।
🌺আরও পড়ুন: ভারত-পাক ম্যাচ দেখতে আমদাবাদের হাসপাতালে ভর্তি হওয়ার হিড়িক
ౠএর পর যশ ধুল এসে হাল ধরেন। কিন্তু তাঁকে সঙ্গত করার মতো সে ভাবে কাউকে পাননি ভারত অধিনায়ক। টাইগারদের বোলিংয়ের দাপটে একে একে ফিরে যান নিশান্ত সিন্ধু (৫), রিয়ান পরাগ (১২), ধ্রুব জুরেল (১), হর্ষিত রানারা (৯)। সিন্ধুকে ফেরান রাকিবুল, পরাগ আউট হন শাকিবের বলে এবং ধ্রুব জুরেল এবং হর্ষিতকে আউট করেন মেহেদি হাসান।
⭕১৩৭ রানে ৭ উইকেট হারানোর পরেও যশ ধুল ধৈর্য্য ধরে দলের হাল ধরে থাকেন। নার্ভ ঠাণ্ডা রেখে হাফসেঞ্চুরিও করেন। তাঁর জন্যই ভারত দু'শো রানের গণ্ডি টপকান। নয়ে ব্যাট করতে নামা মানব সুতারকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন তিনি। ২১ রানে মানবকে রানআউট করেন জাকির হাসান। ১৫ রানে সৌম্য সরকারের শিকার হন হাঙ্গার্গেকর। শেষ পর্যন্ত যশ ধুলও ৮৫ বলে ৬৬ করে আউট হয়ে যান। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মেহেদি, তানজিম এবং রাকিবুল। একটি করে উইকেট নিয়েছেন রিপন, সইফ, সৌম্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।