শেষ ওভারে হাতে মাত্র নয় রানের পুঁজি ছিল। সেখান থেকে কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) পাঁচ 🔜রানে জিতিয়েছেন বরুণ চক্রবর্তী। স্বভাবতই ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। অথচ বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই ১২ রান হজম করেন। সেখান থেকে চার ওভারে ২০ রান খরচ করে এক উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করেন বরুণ। আর সেই গুরুত্বপূর্ণ শেষ ওভারও করেন। যে ওভারে বোলিংয়ের প্রসঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেকেআরের স্পিনার জানান, তাঁর হৃদস্পন্দন প্রতি মিনিটে ২০০ ছুঁয়ে ফেলেছিল।
সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পর কেকেআরের তারকা স্পিনার বরুণ বলেন, ‘আমার হৃদস্পন্দন নিশ্চিতভাবে (প্রতি মিনিটে) 💧২০০-তে পৌঁছে গিয়েছিল। আমার বলে মাঠের বড় দিকের বাউন্ডারির পার করার চ্যালেঞ্জটা রেখেছিলাম ওদের (সানরাইজার্সের ব্যাটারদের) সামনে। ওটাই আমার পরিকল্পনা ছিল।’
আরও পড়ুন: SRH vs KKR: ঝাঁপিয়ে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ গ꧑ুরবাজের, আফগানের জা💟দুতে ম্যাচ ঘুরিয়ে জিতল KKR
সেই পরিকল্পনা সফল হলেও কাজটা মোটেও সহজ ছিল না। কারণ ১৭ তম ও ১৮ তম 𒀰ওভার চলাকালীন হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে যে হালকা বৃষ্টি হয়, তার জেরে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। বিশেষত স্পিনারদের সমস্যা আরও বেশি ছিল। তা সত্ত্বেও কেকেআর অধিনায়ক যখন হাতে বল তুলে দেন, তখন চ্যালেঞ্জাটা নিতে পিছপা হননি বরুণ। তিনি বলেন, ‘হাত থেকে মারাত্মকভাবে বল পিছলে যাচ্ছিল। স্লিপ করে যাচ্ছিল। তাই মাঠের বড় দিকে চ্যালেঞ্জ ছোড়াই আমার লক্ষ্য ছিল। শুধুমাত্র সেটাই আমার মাথায় ছিল। আমার প্রথম ওভারে ১২ রান উঠেছিল। (এডেন) মার্করাম দুর্দান্ত শট মেরেছিল। এটাই ক্রিকেট।’
অওথচ গতবাবের আইপিএলে একেবারে ভালো খেলতে পারেননি বরুণ। বাদ পড়েছিলেন প্রথম𝐆 একাদশ থেকে। ১১ টি ম্যাচে মাত্র ছ'টি উইকেট পেয়েছিলেন। ইকোনমি রেট ছিল ৮.৫১। এবার সেখানে ১০ টি ম্যাচে ইতিমধ্যে ১৪ টি উইকেট নিয়ে ফেলেছেন। কোন জাদুতে সেই পরিবর্তন হল? বরুণ বলেন, ‘গত বছর আমি ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে বল করছিলাম। আমি প্রস্তুতির জায়গায় ফিরে গিয়েছিলাম। অনেক কিছু করার চেষ্টা করছিলাম। আমি অনুভব করেছিলাম যে আমার রহস্যময় বিষয়গুলি কমে গেলে আমার গতিও কমে যাচ্ছিল। তাই সেই বিষয়গুলি নিয়ে আমি কাজ করেছি। যা আমায় অত্যন্ত সাহায্য করছে।’
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়♏তে পারেন HT App থেকেও। এবার 🔴HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।