ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে কেকেআর ২০০ রানের গণ্ডি টপকে যায়। তা সত্ত্বেও হাই স্কোরিং ম্যাচে হার মানতে হয় নাইট রাইডার্সকে। ইডেনে হ্যারি ব্রুকের সেঞ্চুরཧির (অপরাজিত ১০০) সুবাদে সানরাইজার্স প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা আটকে যায় ৭ উইকেটে ২০৫ রানে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়েও ২৩ রানে ম্যাচ হারতে হয় নীতীশ রানাদের।
এবার হায়দারাবাদে সানরাইজ🦄ার্সের বিরুদ্ধে লিগের ফিরতি ম্যাচে মাঠে নামছে কেকেআর। এবার প্রথম লেগের ভুল থেকে শিক্ষা নিয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলার অঙ্গীকার শোনা গেল নাইট দলনায়ক নীতীশ রানার গলায়।
সানরাইজার্সের বিরুদ্ধে ফিরতি ম্যাচে মাঠে নামার আগে রানা স্পষ্ট জানান যে, টুর্নামেন্টে তাঁদের হারানোর কিছুই নেই। যদি কিছু বাকি থাকে তবে সেটা শুধুই পাওয়ার। কেননা নিজেদের ৯ ম্যাচের মধ্যে ইতিমধ্যেই ৬টি ম্যাচ হেরে বসেছে কলকাতা।൲ এই অবস্থায় আরও ভুলচুক করলে প্লে-অফের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যেতে হবে তাদের।
সেই কারণেই কেকেআর একটি করে ম্যাচ ধরে এগতে বদ্ধপরিকর। যার অর্থ, প্লে-অফ বা শেষ পাঁচটি লিগ ম্য়াচে কী হবে, তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই কলকাতার। তাদের লক্ষ্য শুধু হায়দরাবাদ ম্🗹যাচে ভালো খেল♋া। সুতরাং, নিজেদের সর্বশক্তি দিয়ে এডেন মার্করামদের হারানোর জন্য ঝাঁপাতে চাইছে কলকাতা।
রানা বলেন, ‘এই মুহূর্তে টুর্নামেন্ট আ🎃মাদের কাছে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেখান থেকে আমাদের হারানোর কিছুই নেই। যদি 🐼কিছু থাকে, সেটা পাওয়ার। পাঁচ ম্যাচ পরে কী হবে সেটা না ভেবে এক একটি করে ম্যাচ ধরে এগনোই আমাদের পক্ষে যথার্থ হবে।’
আরও পড়ুনꩲ:- GT vs DC: নো-বলে রান-আউট, ধোনির কৌশল কাজে লাগিয়ে ওয়ার্নারকে ফেরালেন রশিদ খান- ভিডিয়﷽ো
ইডেনে হায়দরাবাদের কাছে হারের একাধিক কারণ খুঁজে পেয়েছেন রানা। অর্থাৎ, নিজেদের ভুল-ভ্রান্তিগুলো বুঝতে পেরেছেন তাঁরা। যদিও শতরানকারী হ্যারি ব্রুককেও কৃতিত্ব দিতে ভোলেননি নাইট দলনায়ক। তিনি বলেন, ‘সেই ম্যাচে আমরা ১০-১৫ রান বেশি খরচ করে ফেলি। তার উপর উইকেট হারাতে থাকলে নতুন পার্টনারশিপ গড়ার জন্য ১০-১২টা বল লেগে যায়। সেই সময় রান না উঠলে ব্যাটসম্যানদেꦑর বিচলিত হয়ে পড়াই স্বাভাবিক। তাতে ভুল শট খেলে আউট হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমাদের সঙ্গে ঠিক সেটাই হয়েছে। তবে অস্বীকার করা যাবে না যে, হ্যারি ব্রুক সেই ম্যাচে দুর্দান্ত ব্যাট করে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।