সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে মাত্র নয় রানের পুঁজি পেয়েছিলেন। তাতেই ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী। ভারতের টি-টোয়েন্টি ফ্র্য়াঞ্চাইজি লিগে প্রথম স্পিনার হিসেবে শেষ ওভারে ১০ রানের কম পুঁজি রক্ষা করলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) রহস্যময় স্পিনার। যিনি শেষ ওভারে মাত্র তিন রান দেন। সঙ্গে তুলে নেন একটি উইকেট। সেই পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। এবারের আইপিএলে বাঁচিয়ে 💃রেখেছেন কেকেআরের আশা (অবশ্য ✅একেবারেই খাতায়-কলমে সেই আশা আছে)।
বৃহস্পতিবার হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে শেষ ওভারে জয়ের জন্য সানরাইজার্সের প্রয়োজন ছিল নয় রান। হাতে ছিল তিন উইকেট। ক্রিজে ছিলেন আবদুল সামাদ এবং ভুবনেশ্বর কুমার। সামাদ অনায়াসে বড় শট মারতে পারেন। ভুবনেশ্বর যথেষ্ট ভালো ব্যাটার। সেই পরিস্থিতিতে ২০ তম ওভারে কাকে বল করতে দেবেন কেকেআরের অধিনায়ক নীতীশ রানা, তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন বিশেষজ্ঞরা। কারণ কেকেআরের হাতে একাধিক সুযোগ ছি🌼ল। শার্দুল ঠাকুরের কোটা শেষ হয়নি। ওভার পড়েছিল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অনুকূল রায়দেরও। তবে শেষপর্যন্ত দলের 'সেরা' বোলার বরুণের উপর আস্থা রাখেন কেকেআরের অধিনায়ক।
আর সেই আস্থার পূর্ণ মর্যাদা দেন বরুণ। প্রথম বলে আবদুল সামাদকে এক রানের বেশি দেননি। দ্বিতীয় বলে স্ট্রাইকে আসেন ভুবি। লেগবাই হিসেবে এক রান নেয় সানরাইজার্স। তৃতীয় বলে সামাদকে আউট করেন বরুণ। বলটা আহামরি ছিল না। ২০ তম ওভারের ওটাই সবথেকে খারাপ বল ছিল। কিন্তু লেগ সাইডে বড় বাউন্ডারির যে অ্যাডভান্টেজ ছিল, সেটা বরুণের ভাগ্য পালটে দেয়। চতুর্থ বলে কোনও রান দেননি বরুণ। পঞ্চম বলে✱ এক রান দেন। ষষ্ঠ বল ডট হয়।
আরও পড়ুন: SRH vs KKR: ‘হ🌞ার্টবিট ২০০ ছুঁয়ে ফেলেছিল’, শেষ ওভারে ৯ রানের পুঁজি রক্ষা, KKR-কে জেতালেন বরুণ
বরুণের স্পেল
বৃহস্পতিবার বরুণকে অনেকটা পরে আক্রমণে নিয়ে আসেন কেকেআরের অধিনায়ক। ১২ তম ওভারে প্রথম বল করেন। সেই ওভারে জোড়া বাউন্ডারি মারেন সানরাইজার্সের অধিনায়ক এডেন মার্করাম। মোট ১২ রান হজম করেন বরুণ। পরের তিনটি ওভারে দারুণ বোলিং করেন। শেষপর্যন্ত চার ওভারে ২০ রান দিয়ে এক উইকে🦂ট ন👍েন।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক🥃 )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।