ভারতের হকি দল ব্রোঞ্জ পদক জেতার পরেই দলের গোলরক্ষক শ্রীজেশের ওপর ঝাঁপিয়ে পড়েন, এরপরে সেলিব্রেশনে মেতে ওঠে টিম ইন্ডিয়া, আর হবে নাইবা কেন, ৪১ বছর পরে আবার অলিম্পিক্সে হকিতে পদক জিতল ভারত। খুশিতে তখন মাঠের মধ্যেই নিজেদের মতো করে আনন্দে ভেসে যাচ্ছেন ভারতের নায়করা। অন্যদিকে তখন হাজার কিলোমিটার দূরে ওডিশার সুন্দরগড়ের বীরকীরা ও সৌনামারা গ্রামেও সকলে আনন্দে ফেটে পড়ছেন। ভারতীয় দলের ডিফেন্ডার অমিত রোহিদাস যে তাদের পরিবারের সদস্য তাই টেলিভিশনের চারপাশে একত্রিতꦕ হয়ে সেলিব্রশন চলল অমিতের গ্রামে। অন্যদিকে ভারতীয় দলের সহ-অধিনায়ক বীরেন্দ্র লাকরার দাদা ম্যাচটি দেখতেই পেলেননা, কারণ তার টিভি সেটটি কাজই করছিলনা। তবে ম্যাচের পরে আনন্দে ভাঁটা ছিলনা লাকরার পরিবারেও।
সৌনামারায়, রোহিদাসের পরিবার সকাল থেকে টিভির সামনে বসেছিলেন। অমিতের প্রতিবেশীরাও টিভির পাশে বসে সকাল থেকে ম্যাচ দেখছিলেন। তাদের সকলের আশা ছিল ভারতীয় দল হকিতে পদক জিতবেই এবং 🐻অমিত তার বাবার স্বপ্ন পূরণ করবেন। কারণ গত বছর অক্টোবরে কিডনি বিকল হয়ে মারা যান অমিতের বাবা। সেই সময় বেঙ্গালুরুর ক্যাম্পে ছিলেন অমিত। তিনি কয়েকদিনের জন্য বাবার শেষকৃত্যের জন্য ফিরে এসে ক্যাম্পে যোগ দিয়েছিলেন। অমিতের বাবার ইচ্ছা ছিল যে একদিন অমিত ভারতীয় দলকে জিততে সাহায্য করবে এবং ভারতের জন্য অলিম্পিক্সে একটি পদক জিতবে। সেটাই করলেন অমিত রোহিদাস। যেখানে প্রাক্তন ভারতের প্রাক্তন ডিফেন্ডার এবং অধিনায়ক দিলীপ তির্কিও অমিতের গ্রামের। অমিতের খেলায় গর্বিত গোটা গ্রাম।
একটু আলাদা ছবি ছিল ওডিশার সুন্দরগড়ের বীরকীরা গ্রামের। বীরেন্দ্র লাকরার দাদা এ দিনের ম্যাচটা দেখতেই পারেননি, কারণ তার টিভিটি কাজই করলনা। তবে ম্যাচ শেষ হওয়ার পরে ঘরের ছেলে টোকিও থেকে ফোন ক💎রেছিলেন এবং মা, বোন এবং পরিবারের সকলের সঙ্গে কথা বলেন। ঘরের দুই ছেলের সাফল্যে এভাবেই মাতলেন ওডিশার মানুষ। ওডিশা অলিম্পিক অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে তারা রোহিদাস এবং লাকরাকে ব্রোঞ্জ পদকের জন্য নগদ এক লক্ষ টাকা দিয়ে সম্মানিত করবে। এর আগে, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ব্রোঞ্জ পদক বিজয়ীদের জন্য ২.৫ কোটি টাকার পুরস্🌌কার ঘোষণা করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।