ঝুলি থেকে বেড়িয়ে পড়ল বিড়াল। যশস্বী জসওয়াল সত্যিই কি বাবার সঙ্গে আজ꧟াদ ময়দানে ফুচকা বিক্রি করতেন? জানা গেল আসল সত্যিটা। বলা বাহুল্য সত্যিটা জানার পরে ক্রিকেটপ্রেমীদের ধারণাটা বদলাতে পারে একটু।
রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেটের ধ𒊎ারাবাহিকতা ও আইপিএলের চমকে দেওয়া পারফর্ম্যান্সের সুবাদে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন যশস্বী। চমকপ্রদভাবে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছেন তিনি। যদিও আগে অনূর্ধ্ব-১৯ পর্যায়েও ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জসওয়াল।
যশস্বী যতবার নিজের কেরিয়ারে নতুন সিঁড়িতে পা দিয়েছেন, ততবারই একটি ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আজাদ ময়দানে ফুচকা বিক্রি করা এক ব্যক্তির পাশে✱ দাঁড়িয়ে রয়েছেন যশস্বী। ভাইরাল ছবিটিতে সংশ্লিষ্ট ফুচকা বিক্রেতাকে যশস্বীর পিতা হিসেবেই বর্ণনা করা হয়েছে বহু ক্ষেত্রে। তাছাড়া একটি ভিডিয়োয় যশস্বীকে ফুচকা তৈরি করতেও দেখা গিয়েছে। তবে কি এসব কিছুই সত্যি নয়?
জেনে নিন আসল সত্যিটা:-
প্রথমত, যশস্বীর বাবা জীবনে কোনওদিন ফুচকা বিক্রি করেননি। সুতরাং, ছবিতে যাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন যশস্বী, তিনি তাঁর পিতা নন। দ্বিতীয়ত, যশস্বী নিজে কখনও রুজি-রুটিত তা𝕴গিদে ফুচ❀কা বিক্রি করেননি।
এমন চমকে দেওয়া সত্যি সামনে আনলেন যশস্বীর কোচ জোয়ালা সিং। এক ইউটিউব চ্যানেলের সঙ্গে আলোচনার সময় জোয়ালা সিং স্বীকার করে নেন যে, যশস্বীর পিতার আর্থিক স্বচ্ছলতা ছিল না, যাতে করে তিনি ছেলের ক্রিকেট খেলা শেখার খরচ বহন করতে পারেন। মুম্বইয়ের মতো শহরে যশস্বীর থাকার জন্য কোনও ঘরের ব্যবস্থা করা সম্ভব ছিল না তাঁর পিতার পক্ষে। হার না মানা যশস্বী তাঁবুতে রাত কাটিয়েই নিজের স্বপ্ন সত্যি করার লড়াই চালিয়েছেন। তবে জসওয়ালের পিতা কখনই ফুচকা বিক্রেতা ছিলেন না। তাই জোয়ালা সিং যখনই শোনেন যশস্বী পি🐬তার সঙ্গে ফুচকা বিক্রি করতেন, এমন ভুয়ো খবর তাঁকে আঘাত করে।
তাহলে যশস্বীর ফুচকা বিক্রির ছবি ও ভিডিয়ো সামনে এল কীভাবে:-
যশস্বী জসওয়াল অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ার পরে এক টেলিভিশন চ্যানেল সাক্ষাৎকার নেওয়ার সময় যশস্বীকে ফুচকা বিক🐷্রির ঘটনা পুনর্নিমাণ করতে বলে। অল্প বয়সের যশস্বী কিছু না বুঝেই নির্দেশ মতো কাজ করেন। তিনি অনুমান করতে পারেননি যে, একটা সময় এমন ছবি ও ভিডিয়োর সঙ্গে ভুয়ো খবরও ছড়িয়ে পড়বে।
ফুচকার প্রসঙ্গ আসে কীভাবে:-
এটা ঠꦇিক নয় যে যশস্বী রুজি-রুটির তাগিদে ফুচকা বিক্রি করতেন। তবে এটা সত্যি যে, তিনি কখনও সখনও ফুচকা তৈরি করে ক্রেতাদের হাতে তুলে দিয়েছেন। আসলে তাঁবুতে থাকতেন বলেই ফুচকা বিক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক ছিল যশস্বীর। তাই অবসর সময়ে তিনি ফুচকা বিক্রেতাদের সাহায্য করেছেন। তার বিনিময়ে ২০-২৫ টাকা হাতখরচও পেয়েছেন জসওয়াল।
যশস্বীর ফুচকা বিক্রি প্রসঙ্গে কী বলেন জোয়ালা সিং:-
𓄧জোয়ালা সিং বলেন, ‘সোশ্যল মিডিয়ায় একটি ছবি ও একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় যে, যশস্বী একজন ফুচকা বিক্রেতার পাশে দাঁড়িয়ে রয়েছে। সেই ফুচকা বিক্রেতাকে যশস্বীর পিতা হিসেবেও তুলে ধরা হয়। ২০১৮ সালে যশস্বী যখন প্রথমবার অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পায়, কোনও একটা টেলিভিশন চ্যানেল আমাকে প্রস্তাব দেয় যশস্বীর ফুচকা বিক্রির ছবি ও ভিডিয়ো তুলে দিতে, যা শুনে আমি অত্যন্ত হতাশ হয়েছিলাম। ওরা এটাকে স্বাভাবিক ঘটনা বলে দাবী করেছিল এবং যেভাবে হোক ভিডিয়োটা সংগ্রহ করে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।