বাংলা নিউজ > বিষয় > বঙ্গ
বঙ্গ
সেরা খবর
সেরা ছবি
একটি টুইট। তাকে ঘিরেই ক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ সকালে একটি টুইটে ধনখড় লেখেন, 'রাজভবনের লাইব্রেরির ঐতিহাসিক টেবিলে বসে পশ্চিমবঙ্গের মানুষের জন্য নববর্ষের বার্তা লিখছি, যে টেবিলে বসে ১৯০৫ সালে লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গে স্বাক্ষর করেছিলেন।' সেই টুইটের পর ব্যাপক রোষের মুখে পড়েন রাজ্যপাল। কেউ বলেন, যে ব্যক্তি বঙ্গভঙ্গ নিয়ে বাংলার দুঃখ-যন্ত্রণা জানেন না, তাঁর রাজ্যের সাংবিধানিক পদে বসার অধিকার নেই। কেউ বলেন, সাভারকর নন, কার্জন হল তাঁর প্রথম গুরু। একনজরে দেখে নিন রাজ্যপালের টুইট নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া -